You are currently viewing আপনার সুখ -শান্তি নির্ভর করে আল্লাহর সাথে আপনার সম্পর্কের উপর।

আপনার সুখ -শান্তি নির্ভর করে আল্লাহর সাথে আপনার সম্পর্কের উপর।

আপনার সুখ-শান্তি নির্ভর করে আল্লাহর সাথে আপনার সম্পর্কের উপর।

অথচ– যখন আমরা বিষণ্ণ হয় হই, তখন আমারা কুরআন শোনার পরিবর্তে গান শুনি!

যখন আমরা কষ্ট পাই, তখন আল্লাহর নিকট কান্না করার পরিবর্তে বন্ধুদের কাছে গিয়ে কান্না করি!

যখন আমরা রাগান্বিত হই, তখন ওযু করার পরিবর্তে চিৎকার করি!

যখন আমরা শূন্যতা অনুভব করি, তখন আল্লাহকে স্মরণ ও তার কুরআন নিয়ে ভাবার পরিবর্তে সিনেমা ও নাটক দেখি!

যখন আমরা প্রতারিত হই, তখন ধৈর্যধারণ করার পরিবর্তে প্রতিশোধ গ্রহণের পরিকল্পনা করি!

যখন আমরা কোন মুসলিম ভাইকে অপছন্দ করি, তখন আল্লাহর জন্য ভালবাসার পরিবর্তে তার গীবত করি!

যখন আমাদের অনুপ্রেরণা প্রয়োজন হয়, তখন আমরা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত মানুষদের জবনী পড়ার পরিবর্তে ধনী ও বিখ্যাত লোকদের জীবনী পড়ি!

তারপর আমরা বিস্মিত হয়ে ভাবি যে
কেন আমরা সব সময় বিষণ্ণ ও বিমর্ষ হয়ে থাকি?

আল্লাহ তা’আলা বলেনঃ
যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নিবে, তার জন্য রয়েছে কষ্টের জীবন।

যে আল্লাহকে ভয়কে করে, আল্লাহ তার জন্য নিস্কৃতির পথ বের করে দিবেন..
এবং তাকে তার ধারণাতীত জায়গা থেকে রিযক দিবেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, তার জন্য তিনিই যথেষ্ট। (সূরা তালাক: ২-৩)

“হে আল্লাহ্ আমাদেরকে উত্তমরুপে আপনার কৃতজ্ঞতা আদায় করার, আপনাকে স্মরণ করার এবং আপনার ইবাদত করার তাওফীক দান করুন।”

Leave a Reply