অবহেলায় মুক্তগুলো ঝরে যায়। সাইদুল ইসলাম সজিব।
বাগানে পোঁটা গোলাপটি শুকিয়ে যাচ্ছে।অবহেলায় অশ্রু ঝরাতে ঝরাতে তার নির্যাস হারিয়ে গোলাপটি দেউলিয়া হয়ে যাচ্ছে ।যার জন্যে গোলাপটি ফুটেছে,সে হয়তো জানতোনা গোলাপটি রত্ন গোলাপ ছিল। অথবা রত্ন গোলাপের অর্থই সে…