You are currently viewing মৃত্যু” এক অমোঘ বিধান!!

মৃত্যু” এক অমোঘ বিধান!!

হ্যাঁ মৃত্যু””
এ এক অমোঘ বিধান। চলে গিয়েছে হাজারো অাদম সন্তান। দেহ থেকে অাজ যাদের রুহ ছেড়েছে। হাসিঁ থেকে হয়েছে মুখ মলিন।
রাতে ঘুমানোর অাগে তারা বলেছিল সকালে উঠে পার্টির অায়োজন করবে। কিন্তু না!
মৃত্যু তাকে অবসর দিয়ে দিয়েছে!
সমস্ত কাজ থেকে সমস্ত অানন্দ অার ফূর্তি থেকে। অাজ সে মৃত লাশ।

সকাল ৫:২০( পাচঁটা কুড়ি মিনিট)
অাজ কারো জীবনের শেষ এই সময়।
অার পাবেনা সে কোনদিন পাচঁটা কুড়ি মিনিট।
মৃত্যু সব কিছু থেকে মানুষকে গাফেল করে দেয়
মৃত্যু সব কিছু থেকে মানুষকে অবসর দিয়ে দেয়
মৃত্যু থেকে বাচঁতে পারেনা
কোন মাখলুক
কোন ইনসান
কোন জ্বীন
মৃত্যু সব কিছু কেড়ে নেয়। সব কিছু বিলিন করে দেয়। সব কিছু চূর্ণবিচূর্ণ করে দেয়। সব কিছু চুরমার করে দেয়। এ এক বিধান।
মহা পরাক্রমশালী অাল্লাহর।
অতএব: তৈরি হও হে অাদম সন্তান সন্ততি
নিশ্চয় প্রতিটি প্রানীকে মৃত্যুর স্বাদ অাস্বাদন করতে হবে ( অাল কোরঅান)

Leave a Reply