You are currently viewing মাথায় চিন্তার ভাঁজ

মাথায় চিন্তার ভাঁজ

মাথায় চিন্তার ভাঁজ কতইনা চিন্তায় মগ্ন থাকি আমরা
হায় আফসোস! কত গাফেল আমরা। প্রতিদিন কত মৃত্যুর সংবাদ শুনি। কত লাশ কাঁদে বহন করি। তবু নিজের অস্তিত্বহীনতার কথা চিন্তা করিনা।
হায় আফসোস! জমিনের উপর কত সুন্দরী রুপসী নারীদের বিচরণ ছিল। যাহাদেরকে দেখে যুগের যুবকগন নিজেদের ঘুম হারাম করিয়া দিতো। আফসোস আজ সেই সুন্দরী নারীদের হাড্ডিও মাটি খেয়ে ফেলেছে।
কত রাজা বাদশাহরা ছিল এই যমিনে। যারা জমিনের উপর রাজত্ব করতো। তাদের ছিলো কত হাজারো লাক্ষো সৈন্যসামন্ত! আফসোস আজ সেই রাজাদের মহলগুলি এমনিতেই পড়ে আছে আর তারা কবরের মাটির সাথে আতাত করে নিয়েছে।

হায়, কত সুন্দর যুবকগন ছিলো এই জমিনের উপর।
যাহাদেরকে পাবার জন্যে যুগের সুন্দরী নারীগন আকুল মনে বাসা বাধিতো। কত স্বপ্ন দেখিতো তাহাদের নিয়ে। আহ! আজ সে যুবকদের বুকের হাড্ডিও খুজে পাওয়া যাবেনা ।
কত প্রতাপশালী মানুষ চলাফেরা করিতো এই জমিনের উপর। যাহাদেরর দেখিয়া যুগের দুর্বল মানুষেরা রাস্তা ছাড়িয়া দিতো। হায় আফসোস আজ সেই প্রতাপশালীগনের কবরটাও অবশিষ্ট বাকি রইলোনা।
হায় – যুগ পরিবর্তন হয়ে যায়
হয়ে যায় পরিবর্তন মানুষ।
মানুষ আসে। হঠাৎ আচমকা চলে যায় চিরদিনের জন্য
আহ – তবুও আমরা কতইনা গাফেল। কতইনা বেখবর।😢😢😢

Leave a Reply