You are currently viewing জুমার দিন  আমাদের বোনদের  জন্য গুরুত্বপূর্ণ কিছু আমল বা রিমাইন্ডার।

জুমার দিন  আমাদের বোনদের  জন্য গুরুত্বপূর্ণ কিছু আমল বা রিমাইন্ডার।

  1. জুমার দিন  আমাদের বোনদের  জন্য গুরুত্বপূর্ণ কিছু আমল বা রিমাইন্ডার।

• ঘর পরিষ্কার করুন, বাসার কাজে মাকে যথাসম্ভব সাহায্য করুন।

• উত্তমরুপে গোসল করুন। সবচেয়ে সুন্দর পোশাকটি পরিধান করুন। অতঃপর সালাতুত দ্বোহার সালাত আদায় করুন।

• মসজিদ যদি বাসার পাশে হয় তাহলে কাজের পাশাপাশি ইমামের খুতবা শুনুন।

• সূরা কাহাফ তেলওয়াত করুন।

• রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর বেশি বেশি দুরুদ পাঠ করুন।

• বেশি বেশি তওবা ইস্তিগফার করুন।

• আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত বেশি বেশি দোয়া করুন। কারণ, এসময় দোয়া কবুল হয়।

আল্লাহ সুবহানাহু ওয়াতাআ’লা সবাইকে আমল করার তৌফিক দান করুক। (আমিন)

Leave a Reply