You are currently viewing একজন মুসলমানের উপর অপর মুসলমানের ছয়টি হক!!

একজন মুসলমানের উপর অপর মুসলমানের ছয়টি হক!!

একজন মুসলমানের উপর অপর মুসলমানের ছয়টি হক রয়েছে।
প্রশ্ন করা হল, হে আল্লাহর রাসূল ﷺ! সেগুলো কি কি ?

বললেন,
১. কোন মুসলমানের সাথে সাক্ষাত্‍ হলে তাকে সালাম দেয়া।

২. সে যখন তোমাকে নিমন্ত্রণ করবে তা রক্ষা করবে।

৩. উপদেশ চাইলে উপদেশ দিবে।

৪. কোন মুসলমান হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বললে উত্তরে ইয়ারহামুকাল্লাহ বলে জবাব দিবে।

৫. রোগাক্রান্ত হলে তার সেবা যত্ন করবে।

৬. কোন মুসলমান মূত্যু বরণ করলে তার জানাযায় অংশ নিবে। [সহীহ মুসলিম- ৪০২৩]

এগুলো হলো বান্দার হক। আর বান্দার হক যদি কেউ নষ্ট করে, তাহলে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাকে ক্ষমা করবেন‌ না, যতক্ষণ না সে ক্ষমা করে।।

আচ্ছা, আমরা কিভাবে অপর মুসলিমের হক নষ্ট করছি??
-বিভিন্ন ভাবে।। তবে আজ কথা বলব, সালাম নিয়ে।

আমরা অনেকেই এই ভুলটি জেনেও বেশি বেশি করি।। ফেসবুক ম্যাসেঞ্জারে কেউ Assalamu Alaikum পুরোটা লিখে সালাম দিলে আমরা অবহেলার সুরে শুধু #WS লিখি। যেটা পুরোপুরি সুন্নাহ বিরোধী এবং বান্দার হক নষ্টের কাজগুলোর মধ্যে অন্যতম একটি।

সালামের_আদবঃ

উত্তর দেয়ার সময় সালামের মত করে দেয়া ওয়াজিব। উত্তর যদি সালাম থেকে বাড়িয়ে দেয়া হয় তাহলে উত্তম, কিন্তু সালাম থেকে কম করা যাবে না। যেমন কেউ সালাম দিতে গিয়ে বলল, তাহলে এর ওয়াজিবর হবে । যদি সে বাড়িয়ে বলে তাহলে উত্তম, কিন্তু বলে উত্তর সংক্ষেপে করা বৈধ নয়, কেননা এটি সালাম থেকে কম করা হল যা অনুচিত এবং কুরআনের‌ বিধানের‌ লঙ্ঘন। যেমন পবিত্র কুরআনে আল্লাহ বলেন,

আর তোমাদেরকে যদি কেউ দোয়া করে(সালাম দেয়), তাহলে তোমরাও তার জন্য দোয়া কর(সালামের উত্তর দাও)। তার চেয়ে উত্তম দোয়া অথবা তারইমতফিরিয়ে_বল। (সূরা নিসা: ৮৬)

আল্লামা ইবনে কাসীর (রহমাতুল্লাহি আলাইহি) বলেনঃ “কোন মুসলমান সালাম দিলে উত্তর দেবে তার চেয়ে উত্তমভাবে অথবা নিদেন পক্ষে তার মত করে। বাড়িয়ে বলা মুস্তাহাব, আর তারমতউত্তরদেয়াফরয।”
(এটার লিংক কমেন্টে)

দেখুন, মনে হয় যেন খুব সাধারণ একটা বিষয়। কিন্তু এর শাস্তি ফরয/ওয়াজিব তরকের সমান।

তাহলে কি করলে দায়মুক্ত হতে পারবেন??
ম্যাসেঞ্জারে কেউ যদি আপনাকে পুরো সালাম লিখে, তাহলে তার জবাবও পুরোটাই দিবেন। যদি সে #A_A লিখে জবাবে WS লিখলেও হবে।। অথবা পরিপূর্ণ সাওয়াব কামানোর ইচ্ছে হলে Wa alaikumus salam wa rahmatullahi wa barakatuh লিখতে পারেন।

কিন্তু ভুলেও কম জবাব দেবেন না। এটা যে আপনাকে সালাম দিয়েছে, তার প্রতি একপ্রকার নিরব যুলুম স্বরূপ।

আল্লাহ রাব্বুল আলামীন আমাদেরকে অপর মুসলিমের হক সম্পর্কে সতর্ক হবার তাওফীক দান করুন। আ-মীন!!

Leave a Reply