You are currently viewing স্বপ্নে রাসূল (সা:)  দেখার আশঙ্কা! একটি ছোট  পরামর্শ

স্বপ্নে রাসূল (সা:) দেখার আশঙ্কা! একটি ছোট পরামর্শ

এ জেনারেশন রাসুলকে দেখার আগ্রহে ব্যাকুল।কিন্তু রাসুলের সুন্নাহ টুকু গায়ে মাখতে হৃদয় হয় না কেন ব্যাকুল। বুক ভরা আশা নিয়ে অপেক্ষার প্রহর কাটে। রাসুল আসবেন ঘুমের মধ্যে, স্বপ্নে দিবেন সাক্ষাৎ। আর মাথায় হাত ভুলিয়ে ডাকবেন সজীব তাহাজ্জুতের সময় হলো তো?

ওহ আমার আশেকে রাসুল হৃদয়,তোমার সাথে রাসুলের সাক্ষাৎ হোক। তার জন্য অন্তত ঘুমটা তাড়াতাড়ি হোক…খুব বেশি তাড়াতাড়ি না হলে ও অন্তত ১২.০০ মধ্যে সে ঘুমটা তোমার চোখে নামুক।

দুরুদ পড়তে,পড়তে হৃদয়ে প্রতিধ্বনিত হোক।

শূন্যতায় খুঁজে তারে মন
হৃদয়ে ব্যাকুলতার গান
দুটি চোখ দেখেনি তাকে
স্মরণে কেঁদে উঠে প্রাণ।

মন আমার কেঁদে কেঁদে কয়
চলো ঐ মদিনাতে যাই
মদিনার মেঠোপথ টায়
রাসুলের নামে গান গাই ❤️

আমি ভুলিনি সেদিনের সে আহবান ইয়া রাসুলুল্লাহ।
আপনার প্রতি আপনার এই অধম উম্মতের সালাম।আমি বুঝাতে পারিনা……..)
সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।

 

সাইদুল ইসলাম সজীব

২২/৩/২০২৪

(যে নাশিদের শুটিং আমি সরাসরি আল্লাহর নিদর্শন দেখেছি। একটা সপ্ন তার পরেরদিন শুটিং করতে যাওয়া  আমার প্রিয় এক মানুষের পছন্দের নাশিদ,আল্লাহ তার প্রতি রহম করুন তার উছিলায়, আমি হয়েছি ধন্য। আল্লাহ নজরুলের উপর ও রহমত বর্ষণ করুন।

 

Leave a Reply