You are currently viewing সেদিনের কথা চিন্তা করুন। যেদিন আপনার জীবনের ইনিংস শেষ হবে!!

সেদিনের কথা চিন্তা করুন। যেদিন আপনার জীবনের ইনিংস শেষ হবে!!

সেদিনের কথা চিন্তা করুন। যেদিন আপনার জীবনের ইনিংস শেষ হবে!!

আজ যদি আমি মরে যাই!!কাল আমার পরিবারের সদস্যরা আমাকে ঘুটঘুটে অন্দকার কবরে একা ফেলে আসবে!!বন্দুকের ওই গুলি লক্ষ্যভেদ হবে!!কিন্তু আমি মারা যাওয়ার পর।স্বার্থপরের মত গহীন অন্ধকার কবরে আমাকে একা ফেলে আসতে তাদের কেউ আটকাতে পারবেনা!!

কিন্তু এরা কারা? যাদের জন্য আমি মৃত্যুর আগের দিন পর্যন্ত, ঘাম ঝরানো পরিশ্রম করেছি😢

আহ, আহ, আহারে মানুষ। কতইনা নিষ্ঠুর বাস্তবতা। তাহলে বলুন আল্লাহ ছাড়া কে আছে আপনার আপন?

হ্যাঁ মৃত্যু””
এ এক অমোঘ বিধান। চলে গিয়েছে হাজারো অাদম সন্তান। দেহ থেকে অাজ যাদের রুহ ছেড়েছে। হাসিঁ থেকে হয়েছে মুখ মলিন।
রাতে ঘুমানোর অাগে তারা বলেছিল সকালে উঠে পার্টির অায়োজন করবে। কিন্তু না!
মৃত্যু তাকে অবসর দিয়ে দিয়েছে!
সমস্ত কাজ থেকে সমস্ত অানন্দ অার ফূর্তি থেকে। অাজ সে মৃত লাশ।

সকাল ৫:২০( পাচঁটা কুড়ি মিনিট)
অাজ কারো জীবনের শেষ এই সময়।
অার পাবেনা সে কোনদিন পাচঁটা কুড়ি মিনিট।
মৃত্যু সব কিছু থেকে মানুষকে গাফেল করে দেয়
মৃত্যু সব কিছু থেকে মানুষকে অবসর দিয়ে দেয়
মৃত্যু থেকে বাচঁতে পারেনা
কোন মাখলুক
কোন ইনসান
কোন জ্বীন

মৃত্যু সব কিছু কেড়ে নেয়। সব কিছু বিলিন করে দেয়। সব কিছু চূর্ণবিচূর্ণ করে দেয়। সব কিছু চুরমার করে দেয়। এ এক বিধান।
মহা পরাক্রমশালী অাল্লাহর।
অতএব: তৈরি হও হে অাদম সন্তান সন্ততি
নিশ্চয় প্রতিটি প্রানীকে মৃত্যুর স্বাদ অাস্বাদন করতে হবে ( অাল কোরঅান)

Leave a Reply