You are currently viewing অবহেলায় মুক্তগুলো ঝরে যায়। সাইদুল ইসলাম সজিব।

অবহেলায় মুক্তগুলো ঝরে যায়। সাইদুল ইসলাম সজিব।

বাগানে পোঁটা গোলাপটি শুকিয়ে যাচ্ছে।অবহেলায় অশ্রু ঝরাতে ঝরাতে তার নির্যাস হারিয়ে গোলাপটি দেউলিয়া হয়ে যাচ্ছে ।যার জন্যে গোলাপটি ফুটেছে,সে হয়তো জানতোনা গোলাপটি রত্ন গোলাপ ছিল। অথবা রত্ন গোলাপের অর্থই সে বুঝিনি।

আপনি কি গোলাপটিকে  হারিয়ে ফেলতে চান। তার কি কখনোই যত্ন নিবেন না?তার জন্য কি সত্যিই  কিছুই করবেন না?তার মানে আপনি ও কি ওই অসাধু লোকদের কাছে হার মেনে যাবেন।যারা  কি-না  গোলাপ গাছটি কেটে ফেলতে চায়!!

অথচ এই রত্ন গোলাপটি,আপনার সহচার্য ফেলে অনেক গুলো রত্ন গোলাপ জন্ম দিতো,,যারা অসংখ্য বাগানকে আলোকিত করতে পারতো।

এত অবহেলার মাঝে তাহলে গোলাপটি অভিমান নিয়ে ঝরেই যাক।গন্তব্য এক সাথে আর লাল আপেলের দিকে না হোক এটাই চাচ্ছেন?তবে  আলহামদুলিল্লাহ। তাই হোক,,,,,

নোট: সবার জীবনে কিছু  রত্ন গোলাপ থাকে,কখনো তা অবহেলা করবেন না, একসময় অবহেলার জন্য খুব পস্তাবেন, হয়তো  কান্না করবেন। কিন্তু গোলাপটি তখন অভিমান নিয়ে ঝরে যাবে।

সাইদুল ইসলাম সজিব,
৩০/০৫/২০২৩

Leave a Reply