You are currently viewing কেয়ামতের আগ মুহূর্তে, জুতা মানুষের সাথে কথা বলবে

কেয়ামতের আগ মুহূর্তে, জুতা মানুষের সাথে কথা বলবে

জুতা থেকে কথা ভেসে আসবে!


রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

“‏ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لاَ تَقُومُ السَّاعَةُ حَتَّى تُكَلِّمَ السِّبَاعُ الإِنْسَ وَحَتَّى تُكَلِّمَ الرَّجُلَ عَذَبَةُ سَوْطِهِ وَشِرَاكُ نَعْلِهِ وَتُخْبِرَهُ فَخِذُهُ بِمَا أَحْدَثَ أَهْلُهُ مِنْ بَعْدِهِ ‏”‏

“সেই সত্তার শপথ যাঁর হাতে আমার প্রাণ! কিয়ামাত সংঘটিত হবে না যে পর্যন্ত না হিংস্র প্রাণী মানুষের সাথে কথা বলবে, যে পর্যন্ত না কারো চাবুকের মাথা এবং জুতার ফিতা তার সাথে কথা বলবে এবং তার উরুদেশ বলে দিবে তার অনুপস্থিতিতে তার পরিবার কি করেছে।”

(জামে’ আত-তিরমিজি ২১৮১)

আল্লাহ আকবর! আপনার জেনে অবাক হবেন যে, কেয়ামতের এই আলামতটি অল্প কয়েক বছর আগে সংগঠিত হয়ে গেছে । এই জুতাকে Smart shoe The World’s First Intelligent Sneaker বলা হয়। এই জুতা এখন একটি স্মার্ট ফোনের মতই মানুষ সাথে কথা বলছে। গত কয়েক বছরে ইউরোপ আমেরিকারতে প্রচুর পরিমাণ সেল হয়েছে।

তাহলে ঊরুর আর পশুর কথা বলার কি হবে?
আচ্ছা আপনারাই বলুন ছেলেরা মোবাইল কোথায় রাখে? হাঁ। প্যান্ট বা পায়জামার পকেটে। অর্থাৎ ঊরুতে। আর এটা দিয়েই আপনি আপনার পরিবারের খবর নিয়ে থাকেন।

আর পশুর কথা বুঝার ডিভাইস তো আরো আগেই বের হয়েছে।

Leave a Reply