You are currently viewing দাঁড়াও  প্রিয় কই যাও কোথায় যাও!!

দাঁড়াও প্রিয় কই যাও কোথায় যাও!!

প্রিয় দাড়াও একটু!
কই যাও! কোথায় যাও (?)
এদিকে যেওনা ওদিকে অনল – লাল ঝকঝকে রং তার।
কি হয়েছে বলো প্রিয়! কি? বলছোনা কেন ?
পাপ করেছো?

ওহ – গোপন পাপ করেছো ? কেউ দেখেনি সে পাপ(?)
তুমি কি নিজেকে মাফ করতে পারছোনা?
তুমি কি নিজেকে ক্ষমা করতে পারছোনা?
তুমি কি অতলগহ্বরে নিজ্জিত হতে চাও?
দাড়াও তবে!

যেতে পারবেনা। দাড়াও! এসো আমার সাথে।
এসো! দেখো! হঠাৎ! দেখো কি আলো ঝলমলে।
চারদিক ঝলসে যাচ্ছে অালোয়। কি নুরের প্রভাব।
এটা আল্লাহর রহমত তোমার প্রতি।
তোমাকে তিনি না করেছেন তার থেকে ফিরে যেতে।
না করেছে তার থেকে ভরসা হারাতে। তুমি নীড়, বিমূঢ়।
তবে শুনো তিনি কি বলেছেন তিনি বলেছেন
হে আমার বান্দাগণ যারা নিজেদের উপর জুলুম করেছ; তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয় আল্লাহ সব গোনাহ মাফ করেন। তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। (সুরা যুমার : আয়াত ৫৩)

তিনি পরম!
তিনি মায়াময়
তিনি দয়ালু
তিনি ক্ষমাশীল
তিনি মাফ করেন সব কিছু। যতবার পাপ করো।
যদিও আবারো করো ততোপাপ। তার রহম থেকে তবু নিরাশ হতে না করেছেন।
তিনি ভালোবাসেন তার অবুঝ বান্দাদের
অনেক ভালোবাসেন।আগলে রাখেন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। আদর করে লালন পালন করেন প্রতিটি শিশুকে।
প্রতিটি বৃদ্ধকে আবাল কে।
তবুও তুমি নিরাশ?
তবে কেন?
উফ!
উফ!
এসো প্রিয় নীড়ে।
তার রহমের প্রতিকুলে।
তাওবা করো সব অজানা গোপন পাপের।
তোমাকে তিনি আপন করে নিবেন মমতা ভরে।
ফিরো পথিক ফিরো
ঘরে ফিরো।

Leave a Reply