You are currently viewing সাইদুল ইসলাম সজীবের ঘনিষ্ঠ কিছু উক্তি।

সাইদুল ইসলাম সজীবের ঘনিষ্ঠ কিছু উক্তি।

★সফল ব্যক্তিদের ইতিহাস খুঁজলে দেখবেন।বেঁচে থাকতে, দুনিয়ায় কোন না কোন সময় তাদের  উপর এমন জুলুম হয়েছে, যার কারনে তাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে।

আর সবর করার করার কারনে,  আল্লাহ  তাদের জুলুম থেকে হেফাজত করে  সফল মানুষদের কাতারে অন্তর্ভুক্ত করেছেন।

 

★আমি ব্যথিত মন নিয়ে অপেক্ষার প্রহর গুনি।

কবে আসবেন ওমর,ওসমান,আলি!

আবার পরক্ষনে ওমরের কথা পড়লে মনে।

নিজের মাথা হারানোর চিন্তায় পড়ি।

 

আমি অধম,আমি নাফরমান

আমি তো শেষ জামানার মোসলমান।

 

★দুনিয়ার বিচ্ছেদ। রবের সাথে সাক্ষাতের একধাপ এগিয়ে যাওয়া।দুনিয়ায় দীর্ঘ সময় থাকার ইচ্ছে পোষণ করি না। এ অবিশ্বাসী দুনিয়ায় আমাদের রাসূল নেই। সাহাবিদের মতো ও কেউ নেই! সত্য উপলব্ধি করা ও স্বার্থের  বাহিরে গিয়ে মাজলুমানের পক্ষ হয়ে কথা বলার মানুষ নেই।

 

এই অভিভাবকহীন দুনিয়ায়,অযত্নে পড়ে থাকার ছেয়ে। দুনিয়ার বিচ্ছেদই তো আনন্দের।সুবিধা ভোগীরা এখানে থাকুক দীর্ঘকাল….

 

আলহামদুলিল্লাহ আলা কুল্লিহাল।

 

★এখানে নেমেছে ভীষণ অন্ধকার

ফিতনা  গুলো আসে  আর যায়

আলো ঝলমলে সকাল দেখব কি

হতভাগারা কেন ফিতনা গিলে খায়।

 

★আজ ভালোবাসার সত্যতা কোথায়। সত্যিকারের ভালোবাসা কোথায়?  আজ আমাদের ভাতৃত্ব কোথায়? কোথায় আমাদের সহানুভূতি! আমাদের হৃদয় তো পাখিদের হৃদয়। তবে কেন আজ তা নিষ্ঠুরতায়?

 

কে অশ্রু ঝরায়? আর তা আরশে পৌঁছে যায়। কে কান্না করে, আর কার ভিতরে দুঃখবোধ হয়?আমি তো তার সাথে সাক্ষাতের আকাঙ্ক্ষা রাখি। তাকেই খুঁজে ফিরিস্তারা ও…..

 

★ নিরামিষ রাতের দীর্ঘশ্বাস!হৃদয়ের শূন্যতা পূরণের চাবিকাঠি নেই আমার হাতে নেই!সেই চাবি নিয়ে, সে তো হারিয়ে গেছে, হারিয়ে গেছে দুর নিরুদ্দেশ!অপেক্ষায় আছি কৃষ্ণ চোখের অধিকারিনী কেউ!একদিন সব কিছু ভেঙে দিয়ে বলবে।প্রিয়তমা ভালবাসি অনেক বেশি।

 

চলুন এক সাথে পৌঁছে যাই আল্লাহর দেয়া সেরা জান্নাত।জান্নাতুল ফেরদাউস, অথবা জান্নাতুল মাওয়ায়।

 

★আমাদের পিছনে যে কথা গুলো হয়!সব কথা যদি আমরা শুনতাম।তবে অধিকাংশ লোক আমরা আত্মহত্যা করতাম।

 

★পৃথিবীর সেরা কাজগুলোর একটি হচ্ছে কাউকে বই উপহার দেয়া। কারণ বই এমন এক উপহার যা কয়েক প্রজন্ম পর্যন্ত টিকে থাক।

 

★আপনার দ্বীনদারিতা  উর্দু আকাশে পৌঁছার বড়ো একটি  আলামত হচ্ছে!আপনি তখন দুনিয়াবি  কাজগুলো করার জন্য  সময় পাবেন না!

 

আর যদি আপনার জীবনে এমন নেয়ামতের সময় এসে যায়। পূর্বের মরীচিকা ময় বিবিষয় গুলোর জন্য আক্ষেপ করবেন না।মনে রাখবেন  প্রয়োজন পূরণে দুনিয়া গ্রহণ না করাটাও দ্বীনের সঠিক চিন্তা নয়।

 

★এখানে মানুষ আছে কিন্তু মনুষ্যত্ব নেই!হৃদয় ও হৃদয় খুঁজে, কিন্তু হৃদয়বান ব্যক্তি রা আছে খড় কুটোর ন্যায়।

 

এ শতাব্দীর দুনিয়ায় আমিও কি আছি নিষ্ঠুরতায়?

 

★ কারো উপকার করার সময়, সৃষ্টির কাছে বিনিময় চাইবেন না। সৃষ্টি কখনই আপনাকে বিনিময় দিতে পারবে না! বিনিময়টা স্রষ্টার কাছেই চান।এতে তিনি আপনার উপর খুশি হবেন,আপনাকে কল্পনার চাইতেও বেশি দিবেন,  ব্যাপারটা সুন্দর না?

আর যদি সৃষ্টির কাছে বিনিময় চান সৃষ্টি ও অসন্তুষ্ট, স্রষ্টা ও অসন্তুষ্ট।এর চেয়ে দুঃখের কথা আর কি হতে পারে? হ্রিদয় সমুহ তো আল্লাহ নিয়ন্ত্রণ করে।

★লোকেরা আমাকে বলে তাকওয়া মানে কি? তাকওয়া শব্দের অর্থ তো আল্লাহ ভীতি!

কিন্তু এ জামানার তাকওয়া হচ্ছে, কাঁদার মধ্যে বাইম মাচ।

★ বর্তমান জামানায়  হালাল ইনকাম করা একটি বিশ্বযুদ্ধের সমান।

Leave a Reply