You are currently viewing অবিবাহিতদের আসলে দুঃখের শেষ নেই!! সত্যিই তাঁরা বড়ো হতভাগা ☹️

অবিবাহিতদের আসলে দুঃখের শেষ নেই!! সত্যিই তাঁরা বড়ো হতভাগা ☹️

অবিবাহিতদের আসলে দুঃখের শেষ নেই!! সত্যিই তাঁরা বড়ো হতভাগা ☹️

এইযে দরুন কোনো কারণে তার খুব মন খারাপ। কারো কথায় অথবা যেকোন বিষয়ে সে খুব কষ্ট পেয়েছে। কিন্তু কষ্টটা শেয়ার করার মতো তাঁর কেউ নেই!!

আর বিবাহিতরা!!

সারাদিন পরিশ্রম করে এসে।কারো উপর ক্ষিপ্ত হয়ে বা মন খারাপ করে যখন মুক কালো করে বাসায় ডুকে!! বাসায় থাকা বিবাহিতদের হুমাইরা পাখিটা কিন্তু ঠিক বুঝতে পারে। প্রিয়তম স্বামীর আজ মন ভালো নেই!!

স্বামীর দিকে মুচকি হেসে, তার কাঁধে থাক ব্যাগটি হাতে নিয়ে রাতের খাবার থেকে শুরু করে ঘুমানো পর্যন্ত সকল কাজ শেষ করে। পরম মমতা নিয়ে মিষ্টি কন্ঠে জিগ্যেস করবে,ঐ কি হয়েছে মন খারাপ কেন?সান্ত্বনা হিসেবে পাবে স্ত্রীর ভালোবাসা মমতা মাখা কথা গুলো!!হুমাইরার ভালোবাসায় নিস্তেজ হওয়ার মনটাও তখন সজীব সজীব করে!!

আর বেচারা অবিবাহিতরা! সারাদিন পরিশ্রম শেষে, মন খারাপ করে যখন বাসায় যায়। মুচকি হাসি তো ধুরে থাক নিজের বাত টাও নিজে রান্না করে খেতে হয়!!ঘুমানোর সময় সান্ত্বনা তো থাকেই না, বরং মন খারাপ গুলো গলা টিপে ধরে।

শেষ কথা—

বিয়ে শুধু জৈবিক চাহিদার জন্য যারা মনে করেন এটা আপনাদের ভুল ধারণা। আপনার স্ত্রী আপনার মানুষিক প্রশান্তির আল্লাহ প্রদত্ত এক বড়ো নেয়ামত। এক কথায় কন্ডিশনার 🥰🥰

লেখকঃসাইদুল ইসলাম সজীব

Leave a Reply