You are currently viewing বিয়ে করে কি পেয়েছি?

বিয়ে করে কি পেয়েছি?

-বিয়ে করে সর্বপ্রথম একটা বউ পেয়েছি!
তারপর বড়লোক হয়েছি।👇
‘আব্দুল্লাহ ইবনু ‘আমর (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ দুনিয়ার সমস্ত কিছুই (তুচ্ছ ও ক্ষণস্থায়ী) ধন-সম্পদ। (তন্মধ্যে) মুসলিম সতীসাধ্বী রমণী সর্বশ্রেষ্ঠ সম্পদ ।
সহীহ : মুসলিম ১৪৬৭, নাসায়ী ৩২৩২,।

-পকেটে একটা মোবাইল থাকার পরও সারাদিনে যখন তেমন একটা বিশেষ কল আসেনা তখন ‘ তুমি এখন কোথায়? বলার মানুষ পেয়েছি! তখন নিজেকে খুব গুরুত্বপূর্ণ ‘পাবলিক’ মনে হয়।

  • একজন সাময়িক রাঁধুনি পেয়েছি। একটা ওয়াসিং মেশিন পেয়েছি। জামাটা ময়লা হয়েছে বললেই, মেশিন অটো চলে!

-একটা অটো টেপরেকর্ডার পেয়েছি, মাঝে মাঝে ‘কি-বোর্ড’ টেপা ছাড়াই বাজতে থাকে! কখনো জোড়ে ‘স্টপ’ বললে বন্ধ হয়, কখনো শব্দ পরিবর্তন হয়ে ‘বৃষ্টি’ চালু হয়! কখনো ‘ অটো বন্ধ হয়ে যায়। বড় বিচিত্র এই রেকর্ডার!


-আমার ঘরে রাতে লেইট করে আমাকেই প্রবেশ নিষেধ বলে হুমকি দেয়ার ‘দারোয়ান’ পেয়েছি!

-ছোট একটা ‘এলার্মক্লক’ পেয়েছি!

-বাড়তি প্রাপ্তি হিসেবে সম্পূর্ণ অপরিচিত কিছু মানুষকে নিকটাত্মীয় হিসেবে পেয়েছি।

-এত এত প্রাপ্তির মাঝে কিছু হারিয়েছিও! প্রথমত, কুমারত্ব হারিয়েছি ! (যদিও কোন মেডিকেল রিপোর্ট নেই) 🙂

-অতপর, মানিব্যাগ এর অধিকার হারিয়েছি। মাঝে মাঝে মোবাইলটাও বেদখল হয়ে যায়!

সর্বশেষ সুখে- দুখে একটা কথা বলার সঙ্গী পেয়েছি!

আমাদের জীবনে এটাই অনেক আলহামদুলিল্লাহ। দোয়া করবেন আমাদের জন্য 💖💙💜🌹🌹🌹

Leave a Reply