You are currently viewing জান্নাতি মানুষদের হ্রিদয় কেমন!

জান্নাতি মানুষদের হ্রিদয় কেমন!

জান্নাতি ব্যক্তিদের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে। পাখিদের হৃদয়ের মতই তারা কোমল প্রাণ ও ভালোবাসা পূর্ণ অন্তরের অধিকারী হবে। কোমল পানের অধিকারী সাহাবী আবু হুরায়রা এ সম্পর্কে একটা হাদিস বর্ণনা করেছেন।

আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেন।
জান্নাতে এমন কিছু লোক প্রবেশ করবে। যাদের হৃদয়গুলো পাখিদের হৃদয়ের মত হবে। সহিহ মুসলিম (৭৩৪১)

 

পাখিদের হৃদয়ের সাথে কেন সাদৃশ্য দেখানো হয়েছে উত্তরটা খোঁজার চেষ্টা করলাম। ইমাম নাওয়াওই সহীহ মুসলিমের ব্যাখ্যা গ্রন্থে এই হাদিসটি বিশ্লেষণ করতে দুটি পয়েন্ট সামনে এনেছেন।

★ তাদের হ্রিদয় পাখির মতো নরম ও কোমল

★ সৃষ্ট জীবের মধ্যে পাখিরা তুলনামূলক অধিক ভীতিপূর্ণ হৃদয় ধারণ করে। তেমনি এই লোকগুলো হৃদয়ও আল্লাহর ভয়ে পূর্ণ থাকবে।মানুষের প্রতি থাকবে তাদের সপ্ট কর্নার। তারা স্বার্থান্বেষী হবে না।

আল্লাহ আমাদের বুঝার তাওফিক দান করুন।

সাইদুল ইসলাম সজীব
৩০/১২/২০২৩

Leave a Reply