You are currently viewing আল্লাহ পাকের আযাব–কখন আসে!

আল্লাহ পাকের আযাব–কখন আসে!

রাসুল সা: বলেছেন, ”যখন>>>>>(নীচের ১৩ টি অপকর্ম/অন্যায় সমাজে ঘটতে থাকবে)>>>>>>তখন তোমরা আল্লাহ পাকের আযাবের অপেক্ষা করতে থাক।

(জামে আত-তিরমিযী-২১৫৮)

১। পাপাচারী সমাজের নেতা হবে,

২। নিকৃষ্ট লোকসমাজের কর্নদার হবে,

৩। গায়িকা-নর্তকী ও বাদ্য-যন্ত্রের বিস্তার ঘটবে,

৪। ধর্ম বিবর্জিত শিক্ষা প্রচলন হবে,

৫। পুরুষ স্ত্রীর অনুগত হবে, কিন্তু নিজ মায়ের অবাধ্য হবে,

৬। বন্ধু বান্ধবকে কাছে টেনে নেবে কিন্ত পিতাকে দূরে ঠেলে দিবে,

৭। মসজিদদে হৈ-চৈ হট্রোগোল করবে,

৮। গনীমতের মাল ব্যক্তিগত সম্পদে পরিনত হবে,

৯। আমানতের মাল লুটের মালে পরিনত হবে,

১০। কোন মানুষের অনিষ্ট থেকে বাঁচার জন্য তাকে সম্মান দেখানো হবে,

১১। যাকাতকে জরিমানা মনে করা হবে,

১২। মদ্যপান করা হবে,

১৩। এই উম্মতের শেষ যামানার লোকেরা তাদের পূর্ববর্তী মনীষীদের অভিসম্পাদ করবে,>>

তখন তোমরা অগ্নি, বায়ু, ভূমিকম্প, ভুমিধ্বস, চেহারা বিকৃতি ও পাথর বর্ষন শাস্তির এবং আরও আলামতের অপেক্ষা করবে যা একের পর এক আসতে থাকবে। যেমন পুরোনো পুতির মালা ছিড়ে গেলে একের পর এক তার পুতিগুলি ঝড়ে পড়তে থাকে।” (জামে আত-তিরমিযী-২১৫৮)

আমরা খাস দিলে তওবা করছি আল্লাহ পাক যেন আমাদেরকে পাপ কাজ থেকে হেফাজত করে আমাদের ঈমান ও নেক আমলকে বৃদ্ধি করার তৌফিক দান করুন।আল্লাহ পাক আমাদেরকে নিম্নলিখিত পাপকর্ম থেকে হেফাজত করুন।এবং আল্লাহ পাকের আযাব গযব হতে হেফাজত করুন।আমীন।

Leave a Reply