You are currently viewing ইমাম মাহদী-এর আবির্ভাবের নিকটতম ঘটনাবলী

ইমাম মাহদী-এর আবির্ভাবের নিকটতম ঘটনাবলী

এখানে ইমাম মাহদী-এর আগমনের নিদর্শনমূলক কিছু ঘটনা উল্লেখ করা হল। তবে ঘটনাগুলাে যে ধারাবাহিক ঘটবে এমন কোনাে শর্ত নেই। কারণ, হাদিসে এসব ঘটনাগুলাে ধারাবাহিকভাবে উল্লেখ করা হয় নি। ইমাম মাহদীর আগমনের

পূর্বে কিছু ঘটনা:

  • ইমাম মাহদীর আত্মপ্রকাশ ঘটবে যিলহজ বা হজের মাসে।
  • এর পূর্বে পবিত্র আত্মাকে শহিদ করে দেওয়া হবে।
  • কোনাে আরব রাষ্ট্রের বাদশার মৃত্যুকে কেন্দ্র করে মতানৈক্য দেখা দেবে।
  • রমযান মাসে ভয়ানক এক বিকট আওয়াজ শােনা যাবে।
    ফুরাত নদীর তীরে (ইরাকে) যুদ্ধ চলতে থাকবে।
  • হজের মাসের পূর্বে অর্থাৎ, যিলকাদ মাসে আরবসম্প্রদায় গােত্রে গােত্রে বিভক্ত হয়ে পড়বে। ফলে, তাদের মাঝে পারস্পারিক অনেক সংঘর্ষের সূত্রপাত
    হবে।
  • হজের মওসুমে হাজিদের মাল-সম্পদ লুট করা হবে এবং তাদের বড় একটি অংশকে হত্যা করে দেওয়া হবে।
  • শাম অর্থাৎ বর্তমান জর্ডান, ইসরাইল, সিরিয়া থেকে সুফিয়ানি নামক এক ব্যক্তি নেতৃত্বে আসবে। প্রথমে ভাল শাসক হিসেবে প্রসিদ্ধি লাভ করলেও পরে ঈমানদারদের উপর নির্যাতন চালাবে। শেষে ইমাম মাহদীর বিরুদ্ধে যুদ্ধের জন্য বের হলে আল্লাহ তাকে মাটিতে ধসিয়ে ধ্বংস করে দেবেন।

লাল বাতাস, চেহারা বিকৃতি ও ভূমিধসের আযাব থেকে বাঁচতে আসুন !


১৬ টি অভ্যাস ত্যাগ করি।


মুহাম্মদ বিন উমর বিন আলি বিন আবি তালিব রা. থেকে বর্ণিত। নবি কারিম সা. বলেছেন? যখন আমার উম্মত পনেরটি বিষয়কে অভ্যাসে পরিণত করবে, তখন তাদের উপর বিপদাপদ আবর্তিত হবে। নবিজিকে জিজ্ঞেস করা হলাে, হে আল্লাহর রাসুল, ষোলটি অভ্যাস কী কী? রাসুলুল্লাহ সা. বলেন,

১, যখন গণিমতের মালকে ব্যক্তিগত সম্পদ মনে করা হবে।

২, আমানতের বস্তুকে গণিমতের মাল মনে করা হবে।

৩, যাকাত আদায় করাকে জরিমানা মনে করা হবে।

৪. পুরুষ তার স্ত্রীর অনুসরণ করবে ৷ (অপরদিকে )

৫, নিজের মায়ের অবাধ্য হবে।

৬, বন্ধু-বান্ধবের সঙ্গে সদাচরণ করবে বা দয়াশীল হবে অথচ

৭, পিতার সঙ্গে অসদাচরণ করে তাকে বঞ্চিত করা হবে।

৮, মসজিদগুলােতে উচ্চস্বরে, হৈ-হুম্বুর করে কথা-বার্তা বলা হবে।

৯, প্রত্যেক জাতির সর্বনিকৃষ্ট ব্যক্তি তাদেরকে নেতৃত্ব দেবে।

১০, কাউকে এই ভয়ে সম্মান করবে যে, নতুবা সে তার কোনাে ক্ষতি করতে পারে!

১১, মদপান ব্যাপক হয়ে যাবে।

১২, পুরুষেরা রেশমি কাপড় পরিধান করবে।

১৩, নর্তকীদের মাধ্যমে ব্যাপকভাবে (বিভিন্ন অনুষ্ঠানে, ক্লাবে, টেলিভিশনে)
-গান করানাে হবে।

১৪, গান-বাদ্য করার জন্য হরেকরকম বাদ্য-যন্ত্র (তবলা, গিটার, মিউজিক, হারমােনিয়াম ইত্যাদি) আবিষ্কার করা হবে।

১৫. উম্মতের পরবর্তী লােকেরা পূর্ববর্তীদের অভিশাপ দেবে। অন্য হাদিসে আবু হুরায়রা রা. থেকে বর্ণিত। তিনি বলেন,

১৬, দীনি শিক্ষা ছেড়ে দিয়ে অন্য (বিজাতীয় সংস্কৃতি, কৃষ্টি-কালচার, চলা- ফেরা, আচার-আচরণ, উঠা-বসা) শিক্ষা গ্রহণ করা হবে।

আর যখন এমন হয়ে যাবে, তখন তােমরা লাল বাতাস, আকৃতি বদলে যাওয়া এবং ভূমিতে ধসিয়ে দেওয়ার শান্তির অপেক্ষা কর! নাউযুবিল্লাহ!

আল্লাহ আমদের এসব খারাপ অভ্যাস থেকে দূরে রেখে তার শাস্তি থেকে হেফাজত করুন।

Leave a Reply