You are currently viewing চুপ থাকার কয়েকটি_ উপকারিতা।

চুপ থাকার কয়েকটি_ উপকারিতা।

১: চুপ থাকা পরিশ্রমবিহীন ইবাদত ।
২: চুপ থাকা রাজত্ববিহীন প্রভাব ।
৩: চুপ থাকা প্রচারবিহীন দূর্গ ।
৪: চুপ থাকা অস্ত্রবিহীন বিজয় ।
৫: চুপ থাকা কিরামন কাতিবীনকে অবসর দেয়া ।

৬: চুপ থাকা মুত্তাকীদের নিদর্শন ।
৭: চুপ থাকা জ্ঞানের ভান্ডার ।
৮: চুপ থাকা অজ্ঞদের প্রতিউত্তর ।
৯: চুপ থাকা দোষ-ত্রুটির আচ্ছাদন ।
১০:চুপ থাকা বুদ্ধিমত্তার পরিচায়ক ।

আবদুল্লাহ ইবনু ‘আম্‌র ইবনু আল ‘আস (রাঃ)থেকে বর্ণিত,,এক ব্যক্তি রসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কে জিজ্ঞেস করল,‘সর্বোত্তম মুসলিম কে ? তিনি বললেন, সে ব্যক্তি যার মুখ ও হাত থেকে সকল মুসলিম নিরাপদ থাকে। (সহিহ বুখারী, হাদিস নং ৬৬)

আবদুল্লাহ ইবনু ‘আমর (রাঃ) বর্ণিত,তিনি বলেন,রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যে লোক নীরব থাকলো,
সে নাজাত (মুক্তি)পেলো।
(জামে’আত-তিরমিজি,হাদিস নং ২৫০১)

আবু হুরায়রা (রাঃ) বর্ণিত,,
রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ “যে ব্যক্তি আল্লাহকে ও আখেরাতে ঈমান রাখে, তার উচিত হয় উত্তম কথা বলা অথবা চুপ থাকা।
[বুখারীঃ ৬০১৮, মুসলিমঃ ৪৭](সংক্ষিপ্ত দেওয়া)

তাই আসুন আমরাঅযথা কথা থেকে বিরত থাকি

নিজের জবানের হেফাজত করি ! আমাদের উচিত উত্তম কথা বলা অথবা চুপ থাকা। তাহলেই আমরা নাজাত বা মুক্তি পাব। ان شاء الله
আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুন ।

This Post Has One Comment

  1. hassan

    jajakallah

Leave a Reply