You are currently viewing সমাজ ধর্ম!! পর্বঃ০১

সমাজ ধর্ম!! পর্বঃ০১

প্রেম করা ভালো! বিবাহ করা জীনা!!উল্টো এক সমাজ ব্যবস্থার গল্প।

পরিচিতি অনেক মানুষকে দেখেছি। তারা অবৈধ সম্পর্ক করেছে। এমনকি প্রেম করে রুম ডেট ও করছে। কিন্তু অবাক হয়েছি যখন দেখছি পরিবার থেকে শুরু করে সমাজে একটা মানুষ ও তাদের খারাপ বলেনি।

কিন্তু সেই মানুষ গুলোই যখন বিবাহ করতে চেয়েছে। তখনই পরিবার সমাজের কাছে সে খারাপ হয়ে গেছে।মনে হয় বিয়ে করাটা রাজ্যের অপরাধ!!

ও এই বয়সে বিবাহ করতে চায়! বাবা- মার দূঃখ বুঝে না। কিরে এই বয়সে বিবাহের ফাল উঠালি! বউ কে খাওয়াবি কি! শুনালাম তোর ছেলে নাকি এই বয়সে বিবাহ করতে চায়। প্রেম করছ ভালো বিবাহ কেন করতে হবে ইত্যাদি ইত্যাদি মূল্যবান উক্তি তখন পরিবার ও সমাজ থেকে আসে..

এটাই বাস্তবতা! সমাজ আজ প্রেম কে ভালো মনে করে আর বিবাহ কে মনে করে জিনা। অথচ হওয়ার কথা ছিলো উল্টো..

কোরআন মজিদে আল্লাহ তাআলা বলেন: ‘তোমরা বিবাহযোগ্যদের বিবাহ সম্পন্ন করো, তারা অভাবগ্রস্ত হলে আল্লাহ নিজ অনুগ্রহে তাদের সচ্ছলতা দান করবেন; আল্লাহ তো প্রাচুর্যময়, সর্বজ্ঞানী। ‘ (সুরা: ২৪ নুর, আয়াত: ৩২)।

আহ এ যেন কেয়ামতের আগের চিত্র 😪

লেখকঃসাইদুল ইসলাম

Leave a Reply