You are currently viewing অশনক্ত  উড়ন্ত বস্তু একটি সিক্রেট এনালাইসিস।

অশনক্ত উড়ন্ত বস্তু একটি সিক্রেট এনালাইসিস।


তিনি তাদের উপর প্রেরণ করেছেন ঝাঁকে ঝাঁকে আকাশচারী। ১০৫ঃ৩

কাবা রক্ষা করার জন্য হাতির সাথীদের সাথে কি আচরণ করা হয়েছে এই বিষয় নিয়ে অনেক আলোচনা ইতিহাসের বুকে লিখা হয়েছে। লিখা হয়নি শুধু এর সত্যিকারের বর্ণনা।

কারন কি দিয়ে আক্রমণ করা হয়েছিল সেটা কেহ বুঝতে পারেন নাই। শুধু আকাশ হতে আক্রমণ চালানো হয়েছে এইটাই লিখা আছে কুরআনের আয়াতে।

আর আকাশে পাখি ছাড়া কি থাকেতে পারে!!!

আদিবাসীরা যারা আকাশে প্লেন দেখেন নি তারা প্লেন দেখে বিংশ শতাব্দীতেও বলেছে আগুনের পাখী আকাশ হতে নেমে এসেছে।

১৫০০ বছর পুর্বে দেখলে তারা কি বলত?? সহজেই অনুমান করা যায়।

কুরআনের আয়াত যদি ভাল ভাবে বিশ্লেশন করা হয় তবে প্রচলিত অনুবাদে কিছুটা পরিবর্তন চেখে পড়ে।

ত্বইরান আবাবিল

আরবি ত্বইরান শব্দের অর্থ উড়ন্ত, ভাসমান, আকাশচারী। যা কিছু আকাশে ভাসে সবই ত্বইয়র। সাধারণত অর্থ হিসাবে পাখি নেয়া হয়। বিমান, ঘুড়ী, মেঘ সবই ত্বইরান এর অন্তর্ভুক্ত।

আরবি ‘আবাবীল’ শব্দটি ‘ইববালা’-এর বহুবচন, যার অর্থ ঝাঁকে ঝাঁকে, দলে দলে। উদ্দেশ্য হল, অনেক ঝাক একসাথে পাঠানো হয়েছিল এটা বলা।

সন্মানিত তফসির কারকগন ব্যাখ্যা দেয়ার চেস্টা করেছেন ইতিহাসের বর্ননা থেকে। কিন্তু পাখিটি চিন্নিত করার ক্ষেত্রে তারাও তাদের অজ্ঞতা মহানুভবতার সাথে স্বীকার করেছেন।

এগুলি ছিল আসমানী পাখি। যার ন্যায় পাখি তার পূর্বে বা পরে আর কখনো দেখা যায়নি’ (কুরতুবী)।

সমুদ্রের দিক থেকে এসেছে ও ধংস চালিয়ে সমুদ্রের দিকে চলে গেছে। আরবে এই ঘটনার আগে ও পরে এই ধরনের পাখি আর দেখা যায় নি। (ইবনু কাসীর)

আরবে আগে ও পরে দেখা যায় নি এমন উড়ুন্ত পাখি বা বস্তু কি হতে পারে? যা ধংসাত্বক আক্রমণ করতে পারে।

UFO- Unidentified flying object বা
অশনাক্ত উড়ন্ত বস্তু বা ইউএফও, এটা এমন একটি উড়ন্ত বস্তু যা তার প্রত্যক্ষদর্শী দ্বারা এবং তদন্ত করার পরেও শনাক্ত করা যায় না। সহজ ভাষায়, আকাশে দৃশ্যমান যে কোন অচেনা অজানা বস্তু বা আলোকেই ইউএফও বলা হয়।

Project X-Q

This Post Has 0 Comments

  1. yeasin

    sothik hote pare

Leave a Reply