You are currently viewing দ্রুত সময় শেষ হয়ে যাওয়া কেয়ামতের আলামত।

দ্রুত সময় শেষ হয়ে যাওয়া কেয়ামতের আলামত।

আবু হোরায়রা (রাঃ) থেকে বর্ণিত, নবী করীম (সাঃ) বলেছেন, “কেয়ামত সংঘটিত হবে না, যতক্ষণ না সময় কাছাকাছি হয়ে যাবে।

ফলে বৎসরকে মাসের মত মনে হবে। মাসকে সপ্তাহের মত মনে হবে। সপ্তাহকে এক দিনের মত মনে হবে। দিনকে এক ঘন্টার মত মনে হবে।

এক ঘন্টাকে বাতাশে উড়ে যাওয়া অগ্নিস্ফুলিঙ্গের মত মনে হবে।”

[মুসনাদে আহমাদ ১০৯৫৬, তিরমিযি ২৩৩২]

এখন বলুন তো আপনারা কি কিছু ফিল করতে পেরেছেন!!

Leave a Reply