You are currently viewing এক ব্যক্তির বিবাহ করতে খুব দেরী হচ্ছিলো। লোকজন তাকে জিজ্ঞেস করলো তুমি বিবাহ করছো না কেন?

এক ব্যক্তির বিবাহ করতে খুব দেরী হচ্ছিলো। লোকজন তাকে জিজ্ঞেস করলো তুমি বিবাহ করছো না কেন?

এক ব্যক্তির বিবাহ করতে খুব দেরী হচ্ছিলো। লোকজন তাকে জিজ্ঞেস করলো তুমি বিবাহ করছো না কেন?

সে বললো আমি এমন একজনকে বিবাহ করতে চাই যে আমার সন্তানকে কুদস বিজয়ের অনুপ্রেরণায় প্রতিপালন করবে (তখন কুদস ক্রুসেডারদের দখলে ছিলো)। কিন্তু আমি এরকম কোন মহিলা খুজে পাচ্ছি না।

একদিন সে বাদশাহের দরবারে গিয়ে দেখলো বাদশাহ এক মহিলাকে কারো সাথে বিয়ে দেয়ার চেষ্টা করছেন কিন্তু মহিলা সে বিয়েতে রাজি হচ্ছে না।সে বলছে আমি এমন কাউকে বিয়ে করবো যে আমার সন্তানকে কুদস বিজয়ী বানাবে।

সে লোকটা এটা শোনার সাথে সাথে লাফ দিয়ে উঠে বললো জাঁহাপনা আমি এ মহিলাকে বিয়ে করতে চাই কারণ আমিও এরকম এক মহিলা খুজছি।

পরবর্তীতে এ দম্পতির কোলেই জন্ম নিয়েছিলো দ্যা গ্রেট সালাহউদ্দিন আইয়ুবী।

সালাহউদ্দিন আইয়ুবী যখন চোট ছিলেন তখন তার বাবা তাকে বলেন।আমি তোমার আম্মুকে বিয়ে করে তোমাকে জন্ম দিয়েছি বায়তুল মুকাদ্দাস জয় করার জন্যে, মাটিতে বসে খেলা করার জন্য নয় ।—নাজমু্দ্দিন আইয়ুবি রাহিমাহুল্লাহ ]


ছোট্ট সালাউদ্দিন আইয়ুবি বাড়ির সামনে খেলা করছে
সাথে আরো কিছু ছেলে আছে । বাবা নাজমুদ্দিন আইয়ুব সদ্য জিহাদের ময়দান থেকে ফিরে এসেছেন । গত একমাস ইমামুদ্দিন জঙ্গি ও তার সুযোগ্য সন্তান নুরুদ্দিন জঙ্গির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ঘোড়া ছুটিয়ে বেড়িয়েছেন।

সিরিয়ার উপকূলে খ্রিস্টানদের উৎপাত বড্ড বেড়ে গেছে ।তাদের দ্রুত শায়েস্তা করা দরকার ।
ক’টা দিনের ছুটি নিয়ে এসেছেন ।
আবার ময়দানে ফিরে যাবেন । দূর থেকে দেখলেন—
সালাউদ্দিন থালা-বাসন খেলছে ।
ঘোড়া থেকে নামলেন ।
ছেলেকে কোলে উঠিয়ে নিলেন ।
তিনি ছিলেন দীর্ঘকায় বলিষ্ঠ সুপুরুষ । ছেলেকে হাত দিয়ে উপরে তুলে ধরে বললেন

আমি তোমার আম্মুকে বিয়ে করে তোমাকে জন্ম দিয়েছি বাইতুল মুকাদ্দাস জয় করার জন্যে ।
মাটিতে বসে খেলা করার জন্যে নয় ।
বাবা এবার ছেলেকে ওপর থেকে ছেড়ে দিলেন ।
ছেলের মুখে ব্যাথার ছাপ ফুটে উঠে মিলিয়ে গেল ।
—কী ব্যাপার ব্যাথা পাওনি ?
—জি , পেয়েছি ।
—কাঁদোনি যে ?
—যে বাইতুল মুকাদ্দাস জয় করবে ,
সামান্য ব্যথা পেয়ে কান্না করা
তার জন্য শোভা পায় না।

— ইয়া উম্মাতাল মুসলিম…!
আমরা আমাদের ছেলেদেরকে
কেমন করে গড়ে তুলছি । আমাদের কি বায়তুল মুকাদ্দাস এর কথা মনে থাকে ? আজ কত বছর হতে চলল ,কই কোন সালাউদ্দিন তো এলো না ! কোন খালিদ বিন ওয়ালিদের ঘোড়াও ছুটলো না ।
ওমরের হুংকারে তো পৃথিবীটা থরথর করে কাঁপে না ।
আমরা কয়জন পিতা সন্তানকে সালাউদ্দিন হিসেবে গড়ে তুলতে চেয়েছি ।

This Post Has One Comment

  1. KHANDAKER TANVIR HOSSAIN

    পোস্ট গুলো খুব ভাল। আমি নিয়মিত ফলোআপ করি। অন্যদেরকেও লিংক দিয়েছি। দাজ্জাল ও বর্তমান দাজ্জালী টেকনোলজি নিয়ে আরও লেখা দরকার। এছাড়া ইলুমিনাতিদের ভবিষ্যৎ প্ল্যান নিয়ে আমাদের আরও জানা দরকার।

    * শেয়ার করার জন্য অনেক সাইট দেয়া রয়েছে। কিন্তু বর্তমান সময়ের উল্লেখযোগ্য BIP App টি শেয়ার করার জন্য দেয়া নাই। আমারা যারা bip app ব্যবহার করি তারা এই পোস্ট গুলো সেখানে শেয়ার করতে পারছিনা।
    * তাই অনুগ্রহ করে BIP App টি শেয়ার অপশনে দেয়ার জন্য অনুরোধ করছি।

    আপনাদের আরও সফলতা আশা করি।

Leave a Reply