You are currently viewing খোলস খুলে বেরিয়ে আসতেছে ইলুমিনাতি!

খোলস খুলে বেরিয়ে আসতেছে ইলুমিনাতি!

খোলস খুলে বেরিয়ে আসতেছে ই লু মি না তি!

ফ্রি ফায়ার ভক্তদের অনেকেই বলতেছেন, ইলুমিনাতি, ইলুমিনাত এক নয়! যে যাই বলুন না কেন,ই লু মি না তি ইলিউমিনেট একই সূত্রে গাঁথা!কারন গ্যারেনা ফ্রি ফায়ার ইউজ করছে ইলিউমিনেট শব্দ,যার অর্থ আলোকিত করা।

আর ই লু মি না তি হচ্ছে একটা গোপন সমাজ মানে secret society.ই লু মি না তি আর ইলুমিনেট এর মধ্যে একটাই পার্থক্য সেটা হচ্ছে লাস্টে e এবং i এর। তাই অনেকে ভাবছেন যে এটা হয়তো ইলিউমিনেট।
এবার খেয়াল করুন ই লু মি না তি কি?
উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী।

Illuminat||i-secret society
The Illuminat||i is a name given to several groups, both real and fictitious. Historically, the name usually refers to the Bavarian Illuminat||i, an Enlightenment-era secret society founded on 1 May 1776 in Bavaria, today part of Germany. Wikipedia

এর মানের কিছু অংশ হচ্ছে,ঐতিহাসিকভাবে, নামটি সাধারণত বাভারিয়ান ইলুমিনাতিকে বোঝায়, একটি আলোকিত যুগের গোপন সমাজ যা 1 মে 1776 সালে বাভারিয়াতে প্রতিষ্ঠিত হয়েছিল।

লাস্টে খেয়াল করবেন একটা শব্দ আছে এনলাইটমেন্ট-যার মানেও হচ্ছে আলোকসম্পাত,জ্ঞান আলোক বিতরন অথবা আলোকপ্রাপ্ত অবস্থা।তার মানে কিন্তু এটাও আলোকিত করাই বুঝায়।

এখন কথা হচ্ছে ফ্রি ফায়ার কিভাবে মানুষকে আলোকিত করছে।কতজন মানুষ ফ্রি ফায়ার খেলে আলোকিত জ্ঞানীর মানুষ হয়েছে সেটাই আমার প্রশ্ন।

এই ফ্রি ফায়ার তো সরাসরি ই|লু|মি|না|তি ও ফ্রি|মে|স|নের উপস্থিত সকলের সামনে প্রোমোট করছে।দেখা যাচ্ছে ইলিউমিনেট কিন্তু এটাই ই লু মি না তি, যারা বোঝার তারা বুঝবে।আর যারা অবুঝ তাদেরকে ফ্রি ফায়ার খেলা থেকে বিরত রাখা একমাত্র মহান আল্লাহই করতে পারে।

আল্লাহ আমাদের তরুণ-যুবাদের হেফাজত করুন!!

Leave a Reply