You are currently viewing সর্বত্রই ফ্যাসাদ পরিপূর্ণ গোটা পৃথিবী।

সর্বত্রই ফ্যাসাদ পরিপূর্ণ গোটা পৃথিবী।

কুরআন-হাদিসের মানদন্ডে যখন আপনি বর্তমান বিশ্বকে স্ক্যানিং করবেন, গবেষণা করবেন তখন আপনি বুঝতে পারবেন গোটা বিশ্বটাই ফ্যাসাদময়।ফিতনার রমরমা অবস্থা।

শিক্ষা বলেন, চিকিৎসা বলেন, খাদ্য বলেন, রাজনীতি বলেন, অর্থনীতি বলেন এমন কোনো সেক্টর নেই যার মধ্যে ফ্যাসাদের বিষ প্রবেশ করে নাই।

হারাম, কুফর, শিরকের মধ্যে আমরা হাবুডুবু খাচ্ছি।প্রকাশ্য আমরা অপরাধ করে বেড়াচ্ছ। ধর্মীয় মূল্যবোধ ধর্মীয় জ্ঞান
দিন দিন উঠে যাচ্ছে।

সমকামিতা, পতিতাবৃত্তি, ধর্ষণ , ফ্রি মিক্সিং, ,পর্নোগ্রাফির মত মানববিধ্বংসী ধারালো অস্ত্র আজ উম্মাহর যুবকদের ক্ষত-বিক্ষত করে দিচ্ছে।

যখন আপনি এই বিষয়গুলি আইডেন্টিফাই করতে পারবেন তখন আপনি রাসূল (ﷺ) এর কথাগুলোর যথার্থতা ও গুরুত্ব অনুধাবন করতে পারবেন।

যেমন – রাসূল (ﷺ) বলেছেন, ঈমান ধরে রাখা হাতে জ্বলন্ত কয়লা ধরে রাখার ন্যায় কঠিন হবে। তিনি (ﷺ) আরো বলেছেন, মুমিন ব্যক্তির উত্তম সম্পদ হবে কিছু বকরি/মেষ, যেগুলি নিয়ে সে পাহাড়ে বা দূরে কোথাও পলায়ন করবে ফিতনা থেকে নিজের দ্বীন, ঈমানকে বাঁচানোর জন্য আর যারা ময়দানে ঘোড়ার লাগাম টেনে ধরবে তারা ফিতনা থেকে রেহাই পাবে।

রাসূল (ﷺ) এর এই কথাগুলোর গুরুত্ব তারাই বুঝতে পারবে যারা কিনা চলমান বিশ্বের প্রতারণা, ফ্যাসাদ, শিরক ও কুফরকে চিনতে পারবে এবং সত্যি সত্যিই মনে হবে ঈমান ধরে রাখা জ্বলন্ত কয়লা হাতে ধরে রাখার ন্যায় কঠিন।

ফিতনার এই জামানায়!!যারা মোটামুটি ইসলাম পালন করার চেষ্টা করে।

তারা যদি সাহাবায়ে কেরামকে দেখতো!!,তাহলে উনাদের ফেরেশতা মনে করতো!!

ইমরান ইবনু হুসাইন (রাঃ) থেকে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ ভূমিধস, চেহারা বিকৃতি এবং পাথর বর্ষণস্বরূপ আযাব এ উম্মাতের মাঝে ঘনিয়ে আসবে। জনৈক মুসলিম ব্যক্তি প্রশ্ন করল, হে আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম! কখন এসব আযাব সংঘটিত হবে? তিনি বললেনঃ যখন গায়িকা ও বাদ্যযন্ত্র বিস্তৃতি লাভ করবে এবং মদ্যপানের সয়লাব হবে। (জামে’ আত-তিরমিজি ২২১২)

আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দিক।

This Post Has One Comment

  1. Subahanallah

    ভাই আপনার ফেসবুক আইডি লিংক বা আইডির নামটা বলেন প্লিজ

Leave a Reply