You are currently viewing গীবত থেকে বাঁচার কিছু গুরুত্বপূর্ণ টিপস।

গীবত থেকে বাঁচার কিছু গুরুত্বপূর্ণ টিপস।

১. আমরা কিছু কথা বলে ফেলি হুটহাট করে। হুটহাট করে কিছু বলে ফেলবেন না। কথা বলার আগে ভেবে চিন্তে কথা বলুন।

২. আপনার বন্ধু অথবা কাছের আত্নীয়র অনুপস্থিতিতে তাদের নামে ভালো কথা বলবেন।যেকোনো মজলিসে বসার আগে অবশ্যই,আল্লাহকে হাজির-নাজির মেনে বসবেন।

৩. অতি প্রয়োজন ছাড়া লোকসমাগম জায়গা এড়িয়ে চলুন। কেননা যেখানে মানুষ বেশি থাকে সেখানে গীবত ও বেশি হয়।

৪. আপনার কাছে কেউ গীবত করলে তাকে থামিয়ে দিবেন।বলবেন গীবতের বিষয় আপনি ডায়েটে আছেন। কারণ গীবত করা ও গীবত শোনা দুই টাই হারাম।

৫.মানুষের ব্যক্তিজীবন নিয়ে ভাববেন না।

অমুক কেমন পোশাক পরে, রান্না ভালো না,অমুক মোটা,অমুক কালো, দেখতে একদম ভালো না ইত্যাদি এই ধরনের কথা বলাও এক ধরনের গীবত। তাই এই ধরনের কথা বলা থেকে বিরত থাকতে হবে।

৬.কারো সাথে ঝগড়া,অথবা খোব সৃষ্টি হলে।সেটি সাথে সাথেই সামষ্টিক এহতেসাবের মাধ্যমে সমাধান করুন। রাগ খোব নিয়ে বাসায় যাবেন না।

৭. এর পরেও যদি গীবত হয়ে যায়, তাহলে সাথে সাথে ১০০-২০০ বার আস্তাগফিরুল্লহ্ অথবা দুই রাকাত নফল নামাজ পরে ফেলুন।

মনে রাখবেন গীবত আমাদের সব নেক আমল গুলো ধ্বংস করে দিবে। হাজার ভালো কাজ করলেও কিয়ামতের দিন আমাদের আমলনামা শূন্য থাকবে।
মহান আল্লাহ তায়ালা আমাদের সবাইকে গীবতের হাত থেকে রক্ষা করুন।

     

Leave a Reply