You are currently viewing ইতিহাস সবচেয়ে বেশিঅভিশাপ  দেয় দুজন ব্যক্তিকে—

ইতিহাস সবচেয়ে বেশিঅভিশাপ দেয় দুজন ব্যক্তিকে—

বৃত্তের মানুষটাকে চিনতে পারছেন? ইতিহাস সবচেয়ে বেশি অভিশাপ দেয় কাদের জানেন? দুজন ব্যক্তিকে—

একজন হচ্ছে—হালাকুখান। যে কিনা আব্বাসি খিলাফতের প্রথমার্ধের পতন ঘটিয়ে প্রায় তিনবছর মুসলিম উম্মাহকে খিলাফতের বরকত থেকে বঞ্চিত রেখেছিল। আল্লাহ রহম করুন সুলতান বাইবারসের উপর। তিনি উম্মাহকে তার হারানো বরকত ফিরিয়ে দিয়েছিলেন।

আরেকজন হচ্ছে—মুরতাদ কামাল আতাতুর্ক। যে কিনা আনুষ্ঠানিকভাবে খিলাফতের অবসান ঘটিয়েছিল। নিক্ষেপ করেছিল মুসলিম উম্মাহকে দুঃখ-দুর্দশা ও অন্তহীন বিপদের এক অকূলদরিয়ায়। যা থেকে আজ একশো বছর পরও উম্মাহ নিষ্কৃতি লাভ করতে পারেনি। আল্লাহ তাকে তার কৃতকর্মের শাস্তি দ্বিগুণ করে ফিরিয়ে দিন।

কামাল আতাতুর্ককের ইতিহাস পড়লে বোঝা যায়—ঈমান কত মূল্যবান! কিয়ামত পর্যন্ত উম্মাহ তাকে অভিশাপ দেবে। আর বলবে—

‘ঈমানদার জান দিয়ে হলেও নিজের ঈমান বাঁচায়। আর বেঈমান, মুনাফিক নিজের ঈমান বেচে কামাল আতাতুর্ক হয়।’

Leave a Reply