You are currently viewing যৌনজীবনে পর্ণ আসক্তির প্রভাব ও এক অপ্রিয় বাস্তবতা” ||

যৌনজীবনে পর্ণ আসক্তির প্রভাব ও এক অপ্রিয় বাস্তবতা” ||

▪ এবিষয়ে একটি মারাত্মক তথ্য… ‘পর্ণাসক্তি দীর্ঘমেয়াদে পুরুষদের যৌনক্ষমতা বা যৌন মিলনের ক্ষমতাকেই ক্ষতিগ্রস্ত করে।’ অর্থাৎ একটু একটু করে দ্রুত বীর্যপাত, লিঙ্গোত্থানের মোট সময় কমা, বীর্য পাতলা হওয়ার মতো বহু সমস্যা তৈরি করে এই আসিক্তি। বর্তমান সময়ে পুরুষদের Erectile Dysfunction বা যৌন অক্ষমতার সবচাইতে বড় কারণ বা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে এই পর্ণ আসক্তি !

▪ ইটালিয়ান সোসাইটি অব এন্ড্রোলজি অ্যান্ড মেডিসিনের প্রাক্তন সাইন্টিস্ট ড. কার্লো ফরেস্টা বলেন, “ইন্টারনেট পর্ণ তরুনদের যৌন ক্ষমতাকে নষ্ট করে দিচ্ছে…।” 

▪ ইউরোলজি ও রিপ্রোডাক্টিভ মেডিসিন স্পেশালিষ্ট প্রফেসর ড. হ্যারি ফিশ বলেন, “ঘন ঘন হস্তমৈথুনের ফলে পুরুষের লিঙ্গোত্থান জনিত সমস্যা দেখা দেয়। আর সাথে যদি থাকে পর্ণাসক্তি, তবে একসময় ব্যক্তি তার যৌন মিলনের ক্ষমতাই হারিয়ে ফেলবে।” তিনি আরো বলেন, “পর্ন হলো সেই কালপ্রিট, যা আপনাকে না জানিয়েই আপনার যৌনজীবন শেষ করে দিবে।”

••• পর্ণ আসক্তি পুরুষদের লিঙ্গোত্থান শক্তির ক্ষতি করে, যৌন ক্ষমতা ধ্বংস করে। অর্থাৎ পর্ণাসক্ত পুরুষ ধীরে ধীরে যৌন মিলনে অক্ষম হতে থাকে। একটা সময় গিয়ে যৌনমিলন বা সেক্স করার শক্তিই সম্পূর্ণরূপে হারিয়ে ফেলে ! সাবধান।

▪ পর্ণাসক্তি পুরুষের অন্ডকোষে বীর্য বা স্পার্ম উৎপাদন প্রক্রিয়ার মারাত্মক ক্ষতি করে। পুরুষ বন্ধ্যাত্বের অন্যতম কারণ এই পর্ণ।

••• অর্থাৎ পর্ণ আসক্তি পুরুষত্বের প্রতি মারাত্মক হুমকি…। গত ১০০০ বছরের ইতিহাসে পুরুষদের মধ্যে সবচাইতে বেশি পরিমাণ ‘সন্তান জন্মদানে অক্ষমতা’ সম্পর্কিত সমস্যা দেখা যাচ্ছে গত ২২ বছর ধরে !! কথাটা অবাস্তব মনে হলেও সত্য। এর পিছনে লুকিয়ে থাকা মূল কারণটির তিক্ত বাস্তবতাটাকে এবার ধরতে পারছেন কি ?

অর্থাৎ পরিণত বয়সে বাবা হতে পারার সম্ভাবনাই কমিয়ে দেয় এই পর্ণ আসক্তি ! এই পর্ণ আসক্তি ছাত্র জীবনেই একজনকে শেষ করে দেয়, আর সে তা জানতে পারবে বিয়ের কয়েক বছর পর !

Leave a Reply