You are currently viewing ভার্চুয়াল জগত আর বাস্তবতা কখনো এক নয়।

ভার্চুয়াল জগত আর বাস্তবতা কখনো এক নয়।

এটা ভার্চুয়াল জগত!
বাস্তবতা আর ভার্চুয়াল কখনোই এক নয়। আপনি এখানে আপনার অনেক বন্ধু পাবেন। কিন্তু বাস্তবতায় তাদের কাউকেই পাবেননা। এখানের বন্ধুরা সামান্য গড়মিলের জন্য আপনার কুৎসা রটাতে দ্বিধাবোধ করবেনা খানিকও

এখানে ফেতনার উৎপত্তি হয় সেকেন্ডে মিনিটে।
ভাল শিখতে এসে জড়িয়ে পড়ে গোনাহের অতল সাগরে।
এটাতে সময় পার করে মানুষ সামান্য কয়েকটি লাইক কমেন্ট আর জসের জন্য। নিজেকে যতেষ্ট চেষ্টা করে মানুষের সামনে ফোকাস করতে! কিন্তু বাস্তবতা কি তাই?

হাজারো ভাল কথার মধ্যে নিজের মধ্যে কতটি উপস্হিত থাকে? পোষ্টের সাথেই বা নিজের চরিত্রের কতটুকু মিল?
যে নেককাজটির দিকে আমরা মানুষকে ডাকি সেটা হয়তো আমাদের মধ্যে কমই থাকে। বাস্তবতা আর ফোকাস অনেক অমিল।একজন নারী এখানে হাজারো পুরুষের বিনোদনের তৃপ্তি,, এখানে নারীদের সামান্য হ্যায় হ্যালোতে বেগানা পুরুষদের উপছে পড়া ভিড়! যেন সবাই প্রতিযোগিতায় নারীর একটু দৃষ্টি আকর্ষনের। অনেকেই মনের গহিণ কোণে বাসা বাঁধে মেয়েটি যদি একটু মেসেজ করতো!!
নসিহত করা মানুষগুলি রাতের অন্ধকারের ঘ্রান পেলেই হয়ে উঠে অমানুষ

বাস্তবতা এখানে কঠিন! খুব কঠিন যা ভার্চুয়ালে স্বপ্ন রাজ্যের মতোই।
আর প্রতিটি মানুষই ক্ষতিগ্রস্হ। কিন্তু যারা ঈমান এনেছে ও নেক আমল করে তারা ব্যাতিত ( সুরা আসর)

Leave a Reply