You are currently viewing সমাজে বেশির ভাগ অশ্লীলতার জন্ম হয়েছে আর্লি মেরেজ গুরুপ্তহীন হয়ে যাওয়ার কারণে!

সমাজে বেশির ভাগ অশ্লীলতার জন্ম হয়েছে আর্লি মেরেজ গুরুপ্তহীন হয়ে যাওয়ার কারণে!

প্রিয় ভাই-বোনেরা ব্যথীত মন নিয়ে আজ আপনাদের কিছু কথা বলবো।আজকের সমাজের অবস্থার দিকে লক্ষ্য করলে দেখা যায। সমাজে বেশির ভাগ অশ্লীলতার জন্ম হয়েছে আর্লি মেরেজ গুরুপ্তহীন হয়ে যাওয়ার কারণে,

ছেলে ভালো দ্বীনদার নামাজি কিনা সেটা না দেখে অধিকাংশ মেয়ের বাবা দেখে যে ছেলের কি যোগ্যতা আছে।

অথচ খুব কম সময়ের মধ্যে শুনা যায় এমন দম্পতিদের ডিভোর্স হয়ে গেছে, কারণ হলো আমরা অশ্লীলতা কে গুরুত্ব দিয়ে ছেলেমেয়েকে বড় করে তুলছি।

১৫/২০ বছরের ছেলে মেয়েদের বৈধ সম্পর্ক মেনে নিতে পারি না অথচ তারা যৌনতার জন্য লুচ্চামি ভন্ডামী সব হারাম কাজ করবে সেই গুলো বৈধতা আছে, সেই সব নিয়ে কথা বলি না,কথা বলার মানসিকতাও নাই।

অনেক পরিবার বলে বিয়ে করে খাওয়াবে কি? আরে বাবা আপনার পরিবারে একটা মেয়ে থাকলে কি খাওয়াতেন না এবং আল্লাহ নিজেই বলেছেন সূরা নূর – “যারা ইজ্জত রক্ষা ও হেফাজত করার জন্য বিয়ে করে আল্লাহ নিজেই তাদের রিজিক বাড়িয়ে দিবেন যদিও তারা অভাবী হয়”

আল্লাহ নিজেই দায়িত্ব নিয়েছেন তাহলে আপনি আর আমি কে? নিজের হাতে রিজিক তুলে নেয়ার..!

প্রিয় ভাইয়েরা আসুন এই সব আধুনিকতার নামে নোংরামি কে না বলি, আর্লি মেরেজে গুরুত্ব সহকারে বাস্তবায়ন করি

Leave a Reply