You are currently viewing মহা সুসংবাদের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে!! পর্ব–০৪

মহা সুসংবাদের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে!! পর্ব–০৪

আমি আপনাদের সামনে, ইমাম মাহাদী আলাই সাল্লাম এর আগমন বিষয়ে কয়েকটি রেফারেন্স দিলাম হাদীস ও বর্তমান বিশ্বের আলোকে…….যেকোনো সময় আমাদের নেতা মাহাদী আত্মপ্রকাশের প্রবল সম্ভাবনা রয়েছে! প্রিয় ভাইয়েরা ![ আমরা চোখ কান খোলা রাখি, হয়তো যে কোন সময় ইন্টারনেট সংযোগ বন্ধ করে দিতে পারে।]
কেন বলেছি এমন কথা(?)

হাদিসে সুনির্দিষ্ট সময় সুস্পষ্ট ভাবে উল্লেখ না থাকলেও ইংগিত আকারে সময় উল্লেখ রয়েছে।

☆রেফারেন্স-১

হযরত তাবে’ হতে বর্ণিত যে, তিনি বলেন এক দল আশ্রয়প্রাথী আচিরেই মক্কার নিকট আশ্রয় নিবে। কিন্তু তাদেরকে হত্যা করে দেওয়া হবে। অতপর মানুষ তাদের যুগের কিছু কাল অতিবাহিত করবে, (এই বাক্যে “বুরহা” (ﺑﺮﻫﺔ ) ইবনে আব্বাস বলছেন এই “বুরহা” হল -৪০/বছর বছর সময়কাল) এরপর আরেকজন আশ্রয় চাইবে। যদি তোমরা তাকে পাও তাহলে তোমরা তাকে আক্রমন করিও না। কেননা সে ধসনেওয়ালা সৈন্যদলের একজন বিশেষ সৈন্য। [কিতাবুল ফিতানঃ হাদিস নং ৯৩৫]
১৯৭৯ সালে এক ব্যক্তি মক্কায় অবস্থান করেছিল। তার নেতৃত্বে ১৫ দিন ধরে মক্কায় বিশাল যুদ্ধ বিদ্রোহ হয়েছিল। পরে তারা সবই মারা গিয়েছিল।
৭৯ সালে এই ঘটনা ঘটেছিল এখন ২০২১ সাল। তাহলে চলতি বছরে ৪০ বছর পূর্ন হতে চলছে। উক্ত হাদিস দ্বারা প্রমাণ হয় যে, ইংশাআল্লাহ্ খুব কম সময়ের মধ্যে মাহদী আসার সম্ভাবনা রয়েছে হাদিসের আলোকে বুঝা যায়।

☆রেফারেন্স-২
হযরত ছওবান (রাঃ) থেকে বর্ণিত, আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,
“তোমাদের ধনভাণ্ডারের (রাজত্বের জন্য) নিকট তিনজন বাদশাহ এর সন্তান যুদ্ধ করতে থাকবে। কিন্তু ধনভাণ্ডার (রাজত্ব) তাদের একজনেরও হস্তগত হবে না। তারপর পূর্ব দিক খোরাসান(আফগানিস্তান) থেকে কতগুলো কালো পতাকাবাকী দল আত্মপ্রকাশ করবে। তারা তোমাদের সাথে এমন ঘোরতর লড়াই লড়বে,যেমনটি কোন সম্প্রদায় তাদের সঙ্গে লড়েনি।”
বর্ণনাকারী বলেন, তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরও একটি বিষয় উল্লেখ করে বললেন,
“তারপর আল্লাহর খলীফা মাহদির আবির্ভাব ঘটবে। তোমরা যখনই তাঁকে দেখবে, তাঁর হাতে বাইয়াত নেবে। যদি এজন্য তোমাদেরকে বরফের উপর দিয়ে হামাগুড়ি খেয়ে যেতে হয়, তবুও যাবে। সে হবে আল্লাহর খলীফা মাহদি।”[সুনানে ইবনে মাজা]
সৌদির বর্তমান অবস্থা সম্পর্কে কম বেশি সবাই অবগত আছেন,
সৌদি রাজ পরিবারের সদস্যরা তিনভাগে বিভক্ত হয়ে গেছে।আর এই তিনটি গ্রুপ তিনজন প্রিন্সকে কেন্দ্র করে বিভক্ত হয়েছে। তারা হলেনঃ
• ১.মুকরিন বিন আব্দুল আজিজ ।
• ২.মুহাম্মদ বিন নায়েফ।
• ৩.মুহাম্মদ বিন সালমান।
বিন সালমান তার বিরোধী যারা রয়েছে সবাইকে ধরপাকড় শুরু করে দিয়েছে তথা রাজপরিবারে যে কোন সময় গৃহযুদ্ধ শুরু হতে পারে।
এবং করোনা ভাইরাসের দোহাই দিয়ে হঠাৎ ওমরাহ বন্ধ করে দেয়া, মক্কা ও মাদীনাহ প্রায় জনশূন্য হয়ে যাচ্ছে। এক হাদিসে এসেছে, “মাদীনাহ জনশূন্য হয়ে যাবে এবং বায়তুল মাকদিস আবাদ হবে”
ইতিমধ্যে এটাই দেখতে পাচ্ছি, ২০১৭ তে জেরুজালেম কে ইজরায়েলের রাজধানী ঘোষণা করা হয় এবং সমগ্র পৃথিবী থেকে ইহুদিরা এখানে একত্রিত হচ্ছে।
পক্ষান্তরে, মাদীনাহ্র অবস্থা তো এখন দেখাই যাচ্ছে।
এগুলো সেদিকেই ইংগিত করছে।

☆রেফারেন্স-৩
ফিরোজ দায়লামি বর্ণনা করেন, আল্লাহর রসূল বলেছেন,
“কোন এক রমজানে আওয়াজ আসবে”।
সাহাবাগণ জিজ্ঞেস করলেন, ‘হে আল্লাহর রসূল! রমজানের শুরুতে? নাকি মাঝামাঝি সময়ে? নাকি শেষ দিকে’? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, “না, বরং রমজানের মাঝামাঝি সময়ে। ঠিক মধ্য রমজানের রাতে। শুক্রবার রাতে আকাশ থেকে একটি শব্দ আসবে। সেই শব্দের প্রচণ্ডতায় সত্তর হাজার মানুষ সংজ্ঞা হারিয়ে ফেলবে আর সত্তর হাজার বধির হয়ে যাবে”। [মাজমাউজ জাওয়ায়েদ]
রসূল (সঃ) বলেছেন, যখন রমযান মাসের বিকট আওয়াজ প্রকাশিত হবে,শাওয়াল মাসে, যুদ্ধের ঝংকার শুনবে, জিলকদ মাসে বিভিন্ন গোত্রের মাঝে মতপার্থক্য দেখা দিবে, জিলহজ্ব মাসে রক্তপাত হবে। মুহাররম মাসে, মুহাররম কি? সে মাসে বিভিন্ন ধরনের মারামারি, হানাহানি, ঝগড়া-ফাসাদ চলতে থাকবে।[ ফিতান: নুয়াইম বিন হাম্মাদ – ৬৩৮]
উল্লেখ্য, আরবি ক্যালেন্ডার অনুযায়ী ২০২০ /২০২৮ রমাদ্বান শুরু হবে শুক্রবার এবং মধ্য রমাদ্বানও শুক্রবার।

চলবে,,,,

আগের পর্ব গুলো কমেন্ট বক্সে দেয়া হবে!!

লেখকঃসাইদুল ইসলাম লেখক ও গবেষক (শেষ জামানা)

Leave a Reply