You are currently viewing সন্ত্রাসী সংগঠন ইলুমিনাতি।পর্ব –০২

সন্ত্রাসী সংগঠন ইলুমিনাতি।পর্ব –০২

ট্রাম্প আর মোদি একজোট হবার পরই দিল্লিতে মুসলিম গনহত্যা হয়েছিলো।

তাই প্রাসঙ্গিক হওয়ায় আমার একটা পুরনো পোস্ট আবার শেয়ার করলাম!

এজেন্ডা ২১ ও ৩০” হচ্ছে এমন একটি পরিকল্পনা যার মাধ্যমে ২০২১ ও ২০৩০ এর মধ্যে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব, যুদ্ধ, পারমাণবিক যুদ্ধ, গনহত্যা, জীব বৈচিএ ধ্বংস, ও দুর্ভীক্ষ সৃষ্টি করে পৃথিবীর জনসংখ্যা ৭০ – ৯০ ভাগ কমিয়ে আনা।

ও সাধারণ মানুষ কে প্রযুক্তির ব্যবহার থেকে দুরে সরিয়ে নেওয়া!

লুমিনাতি (illuminati) তাদের 2019 ও 2020 সালের The Economist magazine সাপ্তাহিক পএিকার কভার পেজে তাদের প্লান গুলো কোড, শব্দ ও চিএের মাধ্যমে জানিয়ে দিয়েছে তাদের অনুসারী দের কে।

এখানে একেবারে নিচের সারিতে কয়েকটি শব্দ পর্যায় ক্রমে আছে যেমন

MODI, BOND, RECESSION, SDGS, RAT, NPT, WAR, Nightingale, RUSSIA.

এগুলো ডিকোড করলে যা বোঝা যায়

Modi: নরেন্দ্র মোদি কে দিয়ে কোন মুসলিম বা পাকিস্তান বিরোধী কোন যুদ্ধের ইঙ্গিত!

BOND: বিশ্ব ব্যাংক বন্ড সিস্টেমের বিশ্ব অর্থ নীতি বিলুপ্ত হয়ে যাবে।

Recession : Virus X এর আক্রমনে ডিজিটাল ও ক্রিপ্টো কারেন্সি উধাও বা বিলুপ্ত হয়ে যাবে! ও ঋণখেলাপীদের কে অব্যাহতি দেওয়া হবে! আমেরিকা তার ডেব্ট্ পরিশোধ করবেনা।

SDGS : Agenda 21 and 30 বাস্তবায়ন শুরু হয়ে যাবে! জাতীসংঘের Sustainable Development Goal কে বলা হয় SDGS বা এজেন্ডা ২১! বিশ্বের ২০০ জন রাষ্ট্র প্রধান SDGS চুক্তি পএে সই করে এসেছেন!

চুক্তি পএে লেখা আছে প্রিথিবীর জনসংখ্যা নিয়ন্ত্রণে রাখতে হবে! কিন্তুু মানুষ মেরে যে নিয়ন্ত্রণ করতে হবে তা কি এই সব রাষ্ট্র প্রধানরা জানতেন?

RAT: বলতে ইদুর বাহিত রোগ প্লেগ কে বোঝায়! এটাকে জিবানু অস্ত্র প্রয়োগের ইঙ্গিত হিসাবেও ধরতে পারেন।

(কোথায় যেন পড়ছিলাম যে ইমাম মাহদি আসার পুর্বে মানুষের মাঝে ব্যাপক প্লেগ জনিত মহামারী ও মৃত্যু দেখা দিবে।রেফারেন্স টা ভুলে গেছি😣

NPT :Nuclear Non Proliferation Treaty কে বোঝায়, অর্থাৎ আমেরিকা ও রাশিয়া ও অন্যান্ন দেশ NPT চুক্তি থেকে বেরিয়ে যাবে!

WAR: NPT থেকে বের হয়ে যাওয়া ও তার পর WAR মানেই হচ্ছে Full fledge Nuclear war বা পুরো দমে পারমাণবিক যুদ্ধ্।

NIGHTINGALE : পৃথিবীতে আলোকবর্তিকা হাতে কোন এক মহামানবের আবির্ভাব হবে!

কিছু কি বুঝাতে পেরেছি?

This Post Has 0 Comments

  1. Farhana

    masallah

Leave a Reply