You are currently viewing করোনা মহামারী কি কিয়ামতের আগের সেই মহামারী!!

করোনা মহামারী কি কিয়ামতের আগের সেই মহামারী!!

‘আউফ ইব্‌নু মালিক (রাঃ) থেকে বর্ণিতঃ:
তিনি বলেন, আমি তাবুক যুদ্ধে আল্লাহ্‌র রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট এলাম। তিনি তখন একটি চামড়ার তৈরী তাঁবুতে ছিলেন। আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেন, ক্বিয়ামাতের আগের ছয়টি নিদর্শন গণনা করে রাখো।
◾আমার মৃত্যু।
◾বায়তুল মুকাদ্দাস বিজয়।
◾আকস্মিকভাবে বকরির মৃত্যু ন্যায় তোমাদের মধ্যে একটা মহামারী ছড়িয়ে পড়বে(হঠাৎ করে মানুষ মরতে থাকবে)।
◾সম্পদের প্রাচুর্য, এমনকি এক ব্যক্তিকে একশ’ দীনার দেয়ার পরেও সে অসন্তুষ্ট থাকবে।
◾অতঃপর এমন এক ফিত্‌না আসবে যা আরবের প্রতিটি ঘরে প্রবেশ করবে।
◾অতঃপর যুদ্ধ বিরতির চুক্তি-যা তোমাদের ও বানী আসফার বা রোমদের মধ্যে সম্পাদিত হবে। অতঃপর তারা বিশ্বাসঘাতকতা করবে এবং আশিটি পতাকা উড়িয়ে তোমাদের বিপক্ষে আসবে; প্রত্যেক পতাকার নীচে থাকবে বার হাজার সৈন্য।’
সহিহ বুখারী, হাদিস নং ৩১৭৬
হাদিসের মান: সহিহ হাদিস

উক্ত হাদিসের বিশ্লেষণে কিছু মুহাদ্দিসগণ ব্যাখ্যা করেন যে ঠান্ডা জনিত কারনে বকরির পাল এর মধ্যে যেভাবে রোগ ছড়িয়ে পড়ে ঠিক তেমনি ভাবে মানুষের মধ্যে ছড়িয়ে পড়বে‌। এবং হঠাৎ করে প্রচুর মানুষ মারা যেতে থাকবে যেমনটি #করোনাভাইরাসও ঠান্ডা জনিত রোগ এবং এটাতে হঠাৎ করে প্রচুর মানুষ সমস্ত পৃথিবীতে মারা যাওয়া শুরু করেছে এখন পর্যন্ত শেষ হয়নি। আর এটা আকস্মিকভাবে ছড়িয়ে গেছে। এবং মানুষ মরলে তাকে মানুষ হিসেবে মূল্যায়ন করা হয় না। মনে হয় যেন একটা বকরি মারা গেছে এরকম মূল্যায়ন করে।
তারপরও এটা যে কোন রোগ হবে সেটা একমাত্র আল্লাহই ভালো জানেন।
আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক।
আমিন।

Leave a Reply