You are currently viewing আফগানিস্তান সর্বশেষ আপডেট। ০২/০৮/২০২১

আফগানিস্তান সর্বশেষ আপডেট। ০২/০৮/২০২১

আফগানিস্তান যুদ্ধের আপডেটঃ

আফগানিস্তানে বর্তমানে ৩টি শহরের দখল নিয়ে তালেবান ও সরকারী সেনাদের মধ্যে তীব্র লড়াই চলছে। সবচাইতে বেশী লড়াই চলছে ইরান সিমান্তবর্তী হেরাত শহরে। হেরাত শহর তিনদিক দিয়ে ঘেরাও করে রেখেছে তালেবান যুদ্ধারা তবে এখনো শহরের কোন অংশের দখল নিতে পারেনি। হেরাত শহরের দখল নিয়েই বুঝা যাবে পুরো আফগানিস্তানে সরকারও তালেবানের মধ্য কি পরিমান যুদ্ধ সংঘঠিত হবে? যদি হেরাত শহর চলতি সপ্তাহের মধ্যই তালেবান বিজয় লাভ করতে পারে তাহলে মাত্র কয়েক মাসেই রাজধানী কাবুল ছাড়া বেশীরভাগ এলাকা তালেবান দখল করতে সক্ষম হবে।

এছাড়া চারদিক দিয়ে ঘেরাও করা ছোট্ট শহর লশকরগাহের দখল নিতে প্রচন্ড যুদ্ধ চালিয়ে যাচ্ছে তালেবান যুদ্ধারা। আশাকরা হচ্ছে কয়েক দিনের মধ্যই লস্করগাহের পতন ঘটবে।

অন্যদিকে আফগানিস্তানের ২য় বৃহত্তম নগরী কান্দাহারেও আক্রমন শুরু করেছে। যদিও শহরের বাইরে চারদিক থেকেই তালেবান দখল কায়েম করেছে। কান্দাহার শহর বিজয় তালেবানের জন্য সবচাইতে গুরুত্বপুর্ন কারন যতদিন কাবুল দখল না করছে ততদিন কান্দাহারকে রাজধানী করে তালেবানকে শাসনকার্য পরিচালনা করতে হবে।

ছবিঃ তালুখান শহরে সাধারন জনতাকে গাড়ী থেকে নামিয়ে তালেবান সন্দেহে বন্দিও হত্যা করছে আফগান সেনারা।

Leave a Reply