You are currently viewing আল্লাহর আজাব গজব কখন আসে??

আল্লাহর আজাব গজব কখন আসে??


হযরত আলী (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন; রাসুলুল্লাহ (সাঃ) এরশাদ করেন, “আমার উম্মতের মধ্যে যখন ১৪ (চৌদ্দ)টি উপসর্গ দেখা দিবে তখন তাদের উপর আল্লাহর গযব একের পর এক নাযিল হতে শুরু করবে। জিজ্ঞেসা করা হলো— ইয়া রাসুলুল্লাহ (সাঃ)! ঐ চৌদ্দটি উপসর্গ কী কী??
জবাবে রাসুল (সাঃ) বলেনঃ—

(১) সরকারী ভান্ডারে গচ্ছিত জনগণের সম্পদকে যখন তত্ত্বাবধায়কেরা নিজের ব্যক্তিগত সম্পদ রূপে তসরুফ করতে শুরু করবে।

(২) আমানতের মালকে যুদ্ধ লব্ধ সম্পদ রুপে গণ্য করা হবে।

(৩) যাকাত দেওয়া টাকা জরিমানা বলে মনে করবে।

(৪) স্বামী-স্ত্রীর আনুগত্য করতে শুরু করবে।

(৫) মেয়েরা মায়ের অবাধ্য হয়ে যাবে।

(৬) বন্ধুর মনোরঞ্জন করবে এবং পিতার উপর যুলুম শুরু করবে।

(৭) মসজিদের মধ্যে হাঙ্গামা বাঁধাবে।

(৮) সর্বাপেক্ষা জঘন্য চরিত্রের লোক গুলিই সমাজের নেতৃত্বপদ দখল করবে।

(৯) কাউকে সম্মান করা হবে শুধুমাত্র তার অনিষ্ট ও দুরাচার থেকে আত্মরক্ষা করার উদ্দেশ্যে।

(১০) নানা প্রকার নেশাদ্রব্য প্রকাশ্যে ব্যবহার করা হবে।

(১১) পুরুষেরা আগ্রহভরে রেশমী কাপড়ের তৈরি পোশাক পরিধান করবে।

(১২) বিবিধ প্রকারের বাদ্যযন্ত্রের ব্যাপক প্রচলন থাকবে।

(১৩) নৃত্য-গীতের আসর সরগরম হয়ে উঠবে।

(১৪) লোকেরা পূর্ববর্তীদের সম্পর্কে আপত্তিকর মন্তব্য করতে শুরু করবে।

সে সময় যেকোনো মুহুর্তে আল্লাহ তা’আলার আযাব-গজব নেমে আসার জন্য অপেক্ষমাণ থেকো।
এ আযাব ভয়াবহ ঘূর্ণিঝড়, প্রচন্ড ভূমিকম্প অথবা আল্লাহর নির্দেশ অমান্য করে একদল ইহুদী শনিবার মৎস শিকার করে যেরুপ চেহারা বিকৃত হয়ে গিয়েছিলো সেরূপ আযাবও আসতে পারে!!
(তিরমিজী শরীফ; কেয়ামতের আলামত অধ্যায়)

Leave a Reply