You are currently viewing মাথায় ইসলামিক পোশাক হিজাব পরিহিত মুসলিম পরিবারের সন্তান এরা জানে না দাজ্জাল কি ?

মাথায় ইসলামিক পোশাক হিজাব পরিহিত মুসলিম পরিবারের সন্তান এরা জানে না দাজ্জাল কি ?

মাথায় ইসলামিক পোশাক হিজাব পরিহিত মুসলিম পরিবারের সন্তান হলি খেলছে !!!

এরা জানে না দাজ্জাল কি ? ইমাম মাহাদি কি বা কবে আসবে ? নিকটবর্তী ভয়াভয় বিশ্ব যুদ্ধ কি ? মাঝে মধ্যে আমি মহান আল্লাহ্‌ কাছে আলহামদুলিল্লাহ্‌ বলি । এই জন্য যে, তিনি আল্লাহ্‌ আমাকে জ্ঞান দিয়েছেন দাজ্জাল, ইমাম মাহাদি এবং ভয়াভয় বিশ্ব যুদ্ধের ব্যাপারে । আপনি ভাবতে পারছেন কত বড় নেয়ামত। ঐ ওয়াদাকৃত সময় যখন কাছে আসবে, ইনশাআল্লাহ্‌ আমি আমার পরিবার ও আমাকে ঠিক রাখতে পারব।

এটা আমার জন্য হটাৎ বিপদ না। উল্লেখ্য আমি রাসুলের সেই হাদিসটি কথা বলছিঃ হযরত ফিরোজ দায়লামি (রাঃ) বর্ণনা করেন, আল্লাহর রাসুল (সাঃ) বলেছেন, “কোন এক রমজানে আওয়াজ আসবে।”সাহাবাগণ জিজ্ঞেস করলেন, “হে আল্লাহর রাসুল! রমজানের শুরুতে? নাকি মাঝামাঝি সময়ে? নাকি শেষ দিকে?” রাসূলুল্লাহ (সাঃ) বললেন, “না, বরং রমজানের মাঝামাঝি সময়ে। ঠিক মধ্য রমজানের রাতে। শুক্রবার রাতে আকাশ থেকে একটি শব্দ আসবে। সেই শব্দের প্রচণ্ডতায় সত্তর হাজার মানুষ সংজ্ঞা হারিয়ে ফেলবে আর ৭০ হাজার বধির হয়ে যাবে।”

সাহাবাগণ জিজ্ঞেস করলেন, “হে আল্লাহর রাসুল! আপনার উম্মতের কারা সেদিন নিরাপদ থাকবে?”
রাসূলুল্লাহ (সাঃ) বললেন, “যারা নিজ নিজ ঘরে অবস্থানরত থাকবে, সিজদায় লুটিয়ে আল্লাহর আশ্রয় প্রার্থনা করবে এবং উচ্চ শব্দে আল্লাহু আকবর বলবে। পরে আরও একটি শব্দ আসবে। প্রথম শব্দটি হবে জিব্রাইল (আঃ) এর, দ্বিতীয়টি হবে শয়তানের। ঘটনার পরম্পরা এরূপঃ (Red nova বিস্ফোরণের) শব্দ আসবে রমজানে।

ঘোরতর যুদ্ধ সংঘটিত হবে শাওয়ালে। আরবের গোত্রগুলো বিদ্রোহ করবে জুলকা’দা মাসে। হাজী লুণ্ঠনের ঘটনা ঘটবে জিলজ্জ মাসে। আর মুহাররমের শুরুটা আমার উম্মতের জন্য বিপদ। শেষটা মুক্তি। সেদিন মুসলমান যে বাহনে চড়ে মুক্তি লাভ করবে, সেটি তার কাছে এক লাখ মূল্যের বিনোদন সামগ্রীতে পরিপূর্ণ ঘরের চেয়েও বেশি উত্তম বলে বিবেচিত হবে।”

(মাজমাউজ জাওয়ায়েদ, খণ্ড ৭, পৃষ্ঠা ৩১০)

এখন সমাজে আধুনিক মুসলিম, যারা এই সংজ্ঞায়ে বিশ্বাসী “ধর্ম যার যার উৎসব সবার। তারা সেই দিনে ভয়াভহ দেখে থমকে যাবে। তারা বলেবে আমরা তো কিছু জানতাম না। ……….

মহান আল্লাহ্‌ আমাদের আধুনিক মুসলমান হওয়া থেকে রক্ষা করুক । আমিন ।

Leave a Reply