You are currently viewing যেভাবে বুঝবেন আপনার বিয়ে জাদুর মাধ্যমে বন্ধ করা হয়েছে।

যেভাবে বুঝবেন আপনার বিয়ে জাদুর মাধ্যমে বন্ধ করা হয়েছে।

ইদানিং ব্ল্যাক ম্যাজিক একটা সামাজিক ক্যান্সার হয়ে দাড়িয়েছে।উঠতি বয়সী ছেলেরা ছ্যাকা খেয়ে অথবা প্রেমে ব্যর্থ হয়ে!! আমাদের বোনদের বিয়ে বন্দের জাদু করতেছে। এরুকুম অনেক মেয়ে আছে দীর্ঘদিন চেষ্টা করার পরে ও তাদের বাবা-মা তাকে বিয়ে দিতে পারতেছেন অজানা কারণে।

এখন আসুন আপনি কি বাবে বুজবেন। আপনার বিয়ে কেউ জাদুর মাধ্যমে বন্ধ করে রেখেছে।তাহলে লিখাটা আপনার জন্য।

বিয়ে আটকে থাকার পেছনে যাদু/তাবিয/বদনজরের আশংকা যারা করছেন তাদের জন্য।

প্রথমে কয়েকটি জরুরি কথা
প্রথম কথা – অনেকেই একটা/দুটা বিয়ে ভেঙে গেলেই মনে করেন তাদের যাদু করা হয়েছে। কিন্তু সবসময় যাদুই এই সমস্যার জন্য দায়ী হয় এটা ঠিক নয় । অন্যান্য যেসব কারনে বিয়ে বিলম্বিত হতে পারে তা হলো – পাত্র/পাত্রীর পক্ষ থেকে অতিরিক্ত এক্সপেক্টেশন, পড়াশোনা শেষ করতে গিয়ে বিয়ের মূল সময়কে ফেলে আসা, অবহেলা ইত্যাদি বিভিন্ন কারণে বিলম্বিত হতে পারে। এই রুকইয়াহ তখনই উপকারি হবে যখন সমস্যার কারণ হিসেবে যাদু থাকবে।

যেভাবে বুঝবেন আপনার বিয়ে জাদুর মাধ্যমে বন্ধ করা হয়েছে।

যাদুর লক্ষনগুলো দেখুন এখানে –

১। সব কিছু পার্ফেক্ট থাকলেও কোন না কোন কারনে প্রস্তাব গৃহীত হয়না। দু’পক্ষের যে কোন এক পক্ষ প্রস্তাব ফিরিয়ে দেয়।
২। মেয়ে অনেক গুণধর হলেও প্রস্তাব আসে না। ছেলেদের বেলাও এটা হতে পারে। সব ঠিক থাকলেও মেয়ে পাত্রী পাওয়া যায় না।
৩। যখনই প্রস্তাব আসে তখনই মেয়ে (বা ছেলে) অসুস্থ হয়ে যায়।
৪। মাথাব্যথা। ওষুধ খেয়েও তেমন ফায়দা হয় না।
৫। প্রায় সময়ই মানসিক অশান্তিতে থাকা। বিকেল থেকে রাত পর্যন্ত খুব অস্বস্তিতে ভোগা।
৬। মাঝে মাঝেই পেট ব্যথা করা।
৭। ব্যাকপেইন বা কোমরের দিকে ব্যথা করা। বিশেষত – মেরুদন্ডের নিচের দিকে
৮।অস্বাভাবিকভাবে চুল পড়া
৯।ঘুমের মধ্যে খারাপ স্বপ্ন দেখা
১০।রাতে ঘুম কম হওয়া
১১।ছোট ছোট বিষয় নিয়ে রেখে যাওয়া খিটখিটে মেজাজ হয়ে যাওয়া ।
১২।পাত্র অথবা পাত্রী পছন্দ না হওয়া

যদি এখানের বেশ কিছু লক্ষন মিলে যায় ইত্যাদি তাহলে খোনারের কাছে না গিয়ে অবশ্যই রুকাইয়া চিকিৎসা নিন।

খোনার আপনার ঈমান বিনষ্ট করবে,সমস্যা আরও বাড়িয়ে তুলবে। রুকাইয়াহ সরিয়ত সন্মত এবং কম খরছে সুন্নাহ চিকিৎসা। যে কোন প্রয়জনে আপনাদের সেবা দিতে প্রস্তুত।

তবে যদি আরো নিশ্চিত হতে চান তারা আমাদের ইনবক্সে যোগাযোগ করুন।

Leave a Reply