You are currently viewing স্ত্রীর স্তন স্বামী মুখ দিতে পারবে কি-না?

স্ত্রীর স্তন স্বামী মুখ দিতে পারবে কি-না?

জিজ্ঞাসা-আমার একটা প্রশ্ন, বিবাহিতদের বৌয়ের/স্তনে / দুধ স্বামীর মুখে দেয়া জায়েজ আছে কিনা?–নাম প্রকাশের ইচ্ছা নেই।

জবাব: জায়েয, তবে স্ত্রীর স্তনে যদি দুধ থাকে তাহলে স্বামীকে সর্তক থাকতে হবে, যেন দুধ মুখে না আসে, সে ক্ষেত্রে চোষন থেকে বিরত থাকা উচিত।(মাহমূদিয়া কাদিম ১২/৩১০, শামী ১/৩১)

والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
মাওলানা উমায়ের


এখানে দুধ বলতে স্ত্রীর স্তন ( ব্রেস্ট ) বোঝানো হয়েছে। আর স্ত্রীর সন্তান হওয়ার পর তার স্তনে দুধ আসে । যেহেতু স্বামীর জন্য স্ত্রীর দুধ খাওয়া হারাম তাই শুধুমাত্র স্তনে দুধ থাকা পর্যন্ত স্তন মুখে না নেওয়া উত্তম । নিলে খেয়াল রাখতে হবে যেন দুধ মুখের ভেতর না যায়।

যখন দুধ শুকিয়ে যায়ে তখন আবার স্বাভাবিক ভাবে মুখে নেওয়া যাবে । সব কিছু করা যাবে।

স্তনে দুধ থাকা পর্যন্ত সেখানে হাত ব্যবহার করা আর মুখ অন্যান্য জায়গাতে ব্যবহার করাই উত্তম ।
তবে নারীর যোনীতে মুখ দেওয়া যাবে না। এটা নিকৃষ্ট পশুর থেকেও খারাপ কাজ ।


ঝাকুমুল্লাহু_খইর ।।

Leave a Reply