You are currently viewing ফিতনা গুলো ঝড়ে পড়ছে অঝোর ধারায়!

ফিতনা গুলো ঝড়ে পড়ছে অঝোর ধারায়!

ফিতনা গুলো ঝড়ে পড়ছে অঝোর ধারায়! ঠিক যেন তিব্র শিলা বৃষ্টির মত! ছিড়ে যাওয়া পুথির মালার মত! যার পুথিগুলো ঝড়ে যাচ্ছে অনবরত!

ভয়ংকর ব্যাপারটা তার চেয়েও ভয়ংকর!

উম্মাহ আয়েশ করে ঘুমাচ্ছে! আর জাগ্রত অংশ ইমাম মাহদির অপেক্ষায় জেগে জেগেই স্বপ্ন প্রহর গুনছে!

আখিরুজ্জামান সম্পর্কে সুরাহ-কাহাফ এক দীপ্তমান আলোকবর্তিকা! তা পরিস্থিতি ও করণীয় ব্যাখ্যা করেছে।

তার মাঝে এই দু’য়া টুকু নিজের ও সকলের জন্য ওয়াজিব করে নিন!

যখন যুবকরা গুহায় আশ্রয় নিল তখন তারা বলেছিল, ‘হে আমাদের রব! আপনি নিজ থেকে আমাদেরকে অনুগ্রহ দান করুন এবং আমাদের জন্য আমাদের কাজকর্ম সঠিকভাবে পরিচালনার ব্যবস্থা করুন!

সুরাহ কাহাফ আয়াত নং ১০।

Leave a Reply