You are currently viewing বিশ্বনবী_(সাঃ) ষ্পষ্ট ভাষায় বলেছেন,

বিশ্বনবী_(সাঃ) ষ্পষ্ট ভাষায় বলেছেন,

বিশ্বনবী_(সাঃ) ষ্পষ্ট ভাষায় বলেছেন,

“যখন পৃথিবী অন্যায়-অনাচার ও যুলুম-নির্যাতনে পূর্ণ হবে৷ মুসলমানরা সর্বত্রই অধিকার বঞ্চিত ও নিপীড়িত হবে৷ তখনই আগমন করবে মহান আল্লাহর প্রতিশ্রুত হুজ্জাত ও আখেরি যুগের ত্রাণকর্তা ইমাম মাহদী (আঃ)৷”

ইমামের আগমনের পূর্বে পৃথিবীতে যেসব আলামত প্রকাশ পাবে তন্মধ্যে কিছু হলঃ

১, ইরানের ক্বোম শহরে একজন পবিত্র আত্মার উত্থান ঘটবে এবং তাঁর মাধ্যমে ইরানি জাতি সংঘটিত হবে৷(ইরানিরা ইমাম খোমিনীকে এমনটি ভাবে)
২, হেজাযে (মক্কায়) একজন বাদশাহর মৃত্যুর পর ক্ষমতায় বসা নিয়ে চরম বিশৃংখলা দেখা দিবে৷
(আমরা যদি বর্তমান সৌদির রাজতন্ত্রের দিকে তাকায়, তবে এই আলামত দিবালোকের মত স্পষ্ট হয়ে যাবে৷
কিছুদিন পুর্বে সৌদির রাজদরবারে গোলাগুলি হয়েছে৷ যার মুল কারণ সিংহাসন নিয়ে যুবরাজদের মধ্যকার দ্বন্দ্ব৷ বাকি শুধু বাদশাহ সালমানের মৃত্যু৷)
৩, ইয়েমেনে ভয়াবহ যুদ্ধ সংঘটিত হবে৷
(বর্তমান ইয়েমেন তার বাস্ত চিত্র৷)
যার সমাপ্তি ঘটবে #ইমাম_মাহদীর (আঃ) অাবির্ভাবের মাধ্যমে৷
৪, আর, মুসলমানদের অধিকার বঞ্চিত হওয়ার যে কথা বলা হয়েছে, তাকি কোন জায়গায় বাকি অাছে???
পৃথিবীর কোন প্রান্তে মুসলমানরা তাদের ন্যায্য অধিকার পাচ্ছে???
প্রথম পর্বের লেখায় বলেছিলাম,
অতিতের বিভিন্ন সম্প্রদায় তাঁদের প্রতিশ্রুত ত্রাণকর্তার আবির্ভাবের জন্য মহান আল্লাহর কাছে সর্বদাই প্রার্থনা করত৷

তবেআমাদের অবস্থাকেন এমন!!!?

আমরাকি অধিকারবঞ্চিত নই!!?

আমরাকি বেদ্বীনদেরদ্বারা পদদলিত_নই!!!?

আমাদের কি কোনত্রাণকর্তার প্রয়োজন_নেই!!!?

তবে কেন তাঁকে ভুলে আছি!!!?

This Post Has 0 Comments

  1. yeasin

    jajakallah

  2. Farhana

    Jajakallah

Leave a Reply