You are currently viewing পুলিশ আমাকে প্যান্ট খুলতে বলল। আমি ভেবেছিলাম তারা সম্ভবত আমার আঘাতের চিহ্নগুলো পরীক্ষা করবে।

পুলিশ আমাকে প্যান্ট খুলতে বলল। আমি ভেবেছিলাম তারা সম্ভবত আমার আঘাতের চিহ্নগুলো পরীক্ষা করবে।

পুলিশ আমাকে প্যান্ট খুলতে বলল। আমি ভেবেছিলাম তারা সম্ভবত আমার আঘাতের চিহ্নগুলো পরীক্ষা করবে।

কিন্তু তারা আমাকে আমার বন্ধুর সাথে যৌনসঙ্গম (সমকামিতা) করতে বলল। আমি তাদের বললাম, আপনি কি বলছেন! আমি কিভাবে এ কাজ করতে পারি? এর চেয়ে বরং আমাকে হত্যা করে ফেলুন।

সাক্ষাৎকারী: যখন পুলিশ আপনাকে এ কাজ করতে বলেছিল, তখন আপনার প্রতিক্রিয়া কী ছিল?

আমি বললাম যে আপনি দয়া করে আমাকে এই বিকৃত যৌনতা করতে বাধ্য না করে আমাকে বরং হত্যা করে ফেলুন।

সে আমাকে বলল, যদি তুই এটি না করিস, তাহলে তোর বন্ধুকে এটা করতে হবে।

পুলিশ বলল, তোরা দেশকে তালিবানি রাষ্ট্র বানাতে চাস। তুই কি আফগানিস্তানের অবস্থা দেখছিস? আমরা তোদের আফগানিস্তানে পাঠাব?

এই কথা বলার পর সে তার জুতা দিয়ে আমার মুখে আঘাত করে। আর বলতে থাকে, ‘দেখ.. এটি হিন্দুস্তান এবং সবাই হিন্দু।’ কথা বলার সময় চোখ নামিয়ে রাখ।

সে আমাকে জিজ্ঞাসা করল, তোর নাম কী?আমি উত্তর দিলাম মুহাম্মদ আওরঙ্গজেব।

সে বলল, মুহাম্মদও মৃত, আওরঙ্গজেবও মৃত।


সম্প্রতি ভারতের ঝাড়খণ্ডে পুলিশ দু’জন মুসলিম বন্ধুকে তুলে নিয়ে নির্যাতন ও সমকামিতায় লিপ্ত হতে বাধ্য করে। তাদের সাথে হিন্দুত্ববাদী পুলিশ কেমন আচরণ করেছিল তা শুনুন তাদের কাছ থেকেই-
.
আফগানিস্তানে অপরাধীদের ইসলামি নিয়ম কানুন অনুসারে শাস্তি দিলেও এদেশের হলুদ মিডিয়ার মাথা খারাপ হয়ে যায়। পাগলা কুত্তার মতো ঘেউ ঘেউ করে। অথচ পাশের দেশে এতো ভয়ংকর রকমের মানবাধিকার লঙ্ঘন হলেও এই দালাল মিডিয়া নীরব থাকে। একটা সংবাদ পর্যন্ত করে না। ভিক্টিম মুসলিম বলেই তাদের এই নীরবতা। এসব দালাল মিডিয়াকে বয়কট করুন। এরা নিজেদের প্রভুদের স্বার্থে রাতকে দিন, দিনকে রাত বানায়।
.

Leave a Reply