You are currently viewing পই পই করে হিসেব রাখবেন।

পই পই করে হিসেব রাখবেন।

পই পই করে হিসেব রাখবেন এই মাসে কত ওয়াক্ত নামাজ ছুটে গেল।
.
ডায়েরীতে দরকার লাগে লিখে রাখবেন কে আপনার কাছে কিছু পায়, কাকে কাকে কষ্ট দিয়েছেন জীবনে।
পই পই করে দুনিয়াতে হিসেব মিটিয়ে যাবেন।
.
রেগুলার নোটে লিখে হিসেব কষবেন আজকে নেক কাজের বিপরীতে কয়টা গুনাহ্ হয়ে গেল।
.
এগুলো ভুলে গেলে চলবেনা।
নোট করে রাখবেন।

.
আল্লাহর কাছে নিজের বলার মত কিছু গল্প রাখবেন।
.
আল্লাহই জানবে এরকম কিছু ডিল রাখবেন আল্লাহর সাথে।এগুলো কাউকে কখনো বলা যাবেনা।
.
এমন কিছু আমল রাখা লাগবে, নির্জন কবরে যেগুলো আপনাকে প্রোটেক্ট করবে।
এরকম কিছু আমল খুঁজে বের করবেন এবং রেগুলার করবেন।আপনার জীবনে আর কিছু চাওয়ার নাই।
.
কালকের চেয়ে আজকের দিনটা ভালো করতে পারলেন কিনা এটা বিশেষভাবে খেয়াল করবেন।
উন্নতি অবনতির হিসেব।
.
যদি ব্যবসায়ী হতে চান; আল্লাহর সাথে ব্যবসা করবেন। প্রোফিট হবে জান্নাত যার বিস্তৃতি আসমান থেকে জমিন।
.
দুনিয়াতে বাড়ি গাড়ি করার আগে জান্নাতের বাড়ির চিন্তা করবেন।
দুনিয়া থাকবেনা কদিন পর।
দুনিয়া কিছুদিন থাকলেও আপনি যে থাকবেন না; এটা মাথায় রাখবেন।
.
বিকালে খেলার সময় আসরের ওয়াক্ত! বন্ধুরা বললো, এখন খেল, পরে পড়ে নিস।
এরকম সার্কেল থেকে দূরে থাকতে হবে।
.
ভুলেও কখনো কোন ফরজ তরক করা যাবেনা।
.
একটা কথা বলি, মানুষের কাছে যত টাকাই হোক, যত ক্ষমতাশালীই হোক, বেলাশেষে একলা।
যত কোটিপতি আর যাই হোক, বেলাশেষে কবরে গেলে নিজের কাছে নিজের সৎকর্ম না থাকলে তার কিছুই নাই।
.
সুতরাং এই ফিকিরটাও মাথায় রাখবেন।এছাড়া গতি নাই।
.
সবশেষ যে কথাটা বলতে চাই আপনাদের কাছে।
আপনি যখন একটু ভালো হওয়া শুরু করবেন, নামাজ কালাম পড়বেন।সবার প্রথম ধাক্কাটা খাবেন কাছের মানুষজনের কাছ থেকে। পরিবার, শিক্ষক, আত্মীয়-স্বজনের কাছ থেকে।
.
তারা পছন্দ করবেনা যে আপনি ভালো হয়ে যাচ্ছেন।
.
তারা বলবে এএএএ ও তো ব্যাকডেটেড হয়ে যাচ্ছে, দাঁড়ি রেখে ক্ষেত হয়ে যাচ্ছে, জঙ্গী হয়ে যাচ্ছে।
.
এদের কথায় কান দেয়ার দরকার নাই, টেনশন নেয়ার কিছু নাই।
.
আপনি যদি সৎ হন, মুখলিস হন; আল্লাহ্ আপনাকে মাহফুজ রাখবেন, অকল্পনীয় উৎস থেকে বেহিসাব রিজিক দান করবেন।
সাহায্য, সম্মান আর সফলতা ; আপনার যা যা প্রয়োজন এভ্রিথিং দান করবেন।
.
লিখা: মাহ্দী ফয়সাল

Leave a Reply