You are currently viewing মানুষ প্রেমে কেন পড়ে?

মানুষ প্রেমে কেন পড়ে?

  1. মানুষ প্রেমে কেন পড়ে?
    .
    সালাফরা বলতেন, “যখন অন্তরটা অসার হয়ে থাকে।”
    ইবনুল কাইয়্যুম (রহ.) বলেন,
    “(দেহ যেমন অলস হয়ে পড়ে থাকে) অন্তর কখনো অলস থাকে না। আমাদের নফস আমাদেরকে হয় ভালো নতুবা খারাপ কাজে ব্যস্ত রাখে।”
    .
    শায়খ সালিহ আল মুনাজ্জিদ (হাফে.) ব্যাখ্যা করে বলেন,
  2. “কারো অন্তরে যদি আল্লাহর প্রতি তীব্র ভালোবাসা না থাকে, তবে সে অন্তর স্বাভাবিকভাবেই অন্য কারো প্রতি ভালোবাসা দ্বারা পূর্ণ হয়ে যায়। আমাদের নফস কখনো অলস থাকে না। আমরা যদি একে আল্লাহর আনুগত্যে ব্যস্ত না রাখি, তবে তা আমাদের আল্লাহর অবাধ্যতায় ব্যস্ত রাখবে।”
    .
    প্রেম কখনো কখনো মানুষকে কুফরের দিকে নিয়ে যায়….
  3. ইবনুল কাইয়্যুম (রহ.) ব্যাখ্যা করে বলেন,
    “প্রেমে পড়ে মানুষ প্রেমিক/প্রেমিকাকে আল্লাহর প্রতিদ্বন্দ্বী বানিয়ে ফেলে। তাদের অন্তরে আল্লাহর চেয়ে প্রেমিক/প্রেমিকার প্রতিই বেশী ভালোবাসা থাকে। এই ধরনের প্রেমকে কখনো ক্ষমা করা হয় না। কারণ, এটা হচ্ছে সবচেয়ে জঘন্য শিরকের মধ্যে একটি। আল্লাহ্ তায়ালা তার সাথে শিরক করার গুনাহ ক্ষমা করেন না।”
    .
  4. আল্লাহ্ তায়ালা বলেন,
    ”আর কোন লোক এমনও রয়েছে যারা অন্যদের আল্লাহর সমকক্ষ করে এবং তাদের প্রতি তেমনি ভালোবাসে, যেভাবে শুধু আল্লাহ্কেই ভালোবাসা উচিত। কিন্তু যারা আল্লাহর প্রতি ঈমানদার তাদের ভালবাসা ওদের তুলনায় বহুগুণ বেশী।
  5. আর কতইনা উত্তম হ’ত যদি এ জালেমরা পার্থিব কোন আযাব প্রত্যক্ষ করেই উপলব্ধি করে নিত যে, যাবতীয় ক্ষমতা শুধুমাত্র আল্লাহরই জন্য এবং আল্লাহর আযাবই সবচেয়ে কঠিনতর।”

    [সূরা বাকারাহ: ১৬৫]

Leave a Reply