You are currently viewing যদি আল্লাহর প্রিয় হতে পারেন, তবে তিনিই মানুষের অন্তরে আপনার প্রতি ভালোবাসা তৈরি করে দিবেন।

যদি আল্লাহর প্রিয় হতে পারেন, তবে তিনিই মানুষের অন্তরে আপনার প্রতি ভালোবাসা তৈরি করে দিবেন।

যদি আল্লাহর প্রিয় হতে পারেন, তবে তিনিই মানুষের অন্তরে আপনার প্রতি ভালোবাসা তৈরি করে দিবেন। কারণ প্রতিটি মানুষের অন্তর তাঁর নিয়ন্ত্রণে।

আর যদি মানুষের সন্তুষ্টির জন্য মানুষের পেছনে ছুটতে থাকেন, তবে এই ছোটাছুটি কস্মিনকালেও শেষ হবে না। কারণ মানুষ কখনো তুষ্ট ও তৃপ্ত হয় না; হলেও সেটা স্থায়ী হয় না।

তার রুচি বদলায়, পছন্দ বদলায়, সে নতুনত্বের স্বাদ নিতে চায়। আপনাকে ভালো না লাগলে মুহূর্তেই এমনভাবে ছুঁড়ে ফেলবে, যেন আপনাকে সে চিনেই না।

কিন্তু আমাদের রব আল্লাহ্ সুবহানাহু ওয়া তা‘আলা এমন নন। এজন্য বলা হয়, ‘মানুষকে তুষ্ট করা কঠিন, আল্লাহকে তুষ্ট করা সহজ।

’ আল্লাহকে সন্তুষ্ট রাখতে পারলে আপনি দুনিয়া এবং আখিরাত উভয়টি পাবেন, পক্ষান্তরে, নিজের ব্যক্তিত্বকে বিসর্জন দিয়ে মানুষকে সাময়িকভাবে সন্তুষ্ট করতে পারলেও কেবল কিছু সময়ের জন্য দুনিয়াবি উপকারিতা পেতে পারেন, কিন্তু আখিরাতে কিছুই পাবেন না।

তাই, যতটুকু না হলেই নয়, সেটুকুতেই সীমাবদ্ধ থাকুন। কারো প্রতি অতিরিক্ত মুগ্ধতা দেখাবার দরকার নেই; পরে হতাশ হতে হবে।
.
‘‘আমার কী হলো যে, আমি তাঁর ইবাদত করবো না, অথচ তিনি আমাকে সৃষ্টি করেছেন!’’ [সূরা ইয়াসিন, আয়াত: ২২]
.

বিশিষ্ট তাবেয়ীন ইমাম ইবনে তাইমিয়া বলেন!

‘ভালোবাসা যদি আল্লাহর জন্য না হয় সেটা হারিয়ে যায়’।

– ইমাম ইবনে তাইমিয়্যাহ (রহ.)

Leave a Reply