You are currently viewing রসুলুল্লাহ (সা:) বলেছেন কেয়ামতের আগে  এই উম্মতের মাঝে মাসখ, খাসফ, কাযফ ঘটবে ।

রসুলুল্লাহ (সা:) বলেছেন কেয়ামতের আগে এই উম্মতের মাঝে মাসখ, খাসফ, কাযফ ঘটবে ।

চিন্তার বিষয়।
রসুলুল্লাহ (সা:) বলেছেন এই উম্মতের মাঝে মাসখ, খাসফ, কাযফ ঘটবে ।

মাসখ হল তাই যা অন্তরকে বিকৃত করে দেয় ।
খাসফ মানে ভূপৃষ্ঠে ফাটল ধরবে এবং তা অনেক মানুষকে গ্রাস করে নেবে ।

আর কাযফ , আকাশ থেকে প্রস্তর বৃষ্টি হবে ।
সাহাবীরা জিজ্ঞেস করলেন কখন এসব সংঘটিত হবে ?
আল্লাহর রসূল (সা:) জবাবে বললেন,
‘এসব ঘটবে যখন কায়নাত আর মা’আযিফ ঘটবে ।’

কায়নাত হলো বিনোদনকারী আর সংগীতশিল্পীরা যারা হারামের দিকে অনুপ্রাণিত করে ।

আর মা’আযিফ হল শয়তানের বাদ্যযন্ত্র ।

আল্লামা ইবনুল কাইয়্যিম রাহ. বলেন, এটা বলার অপেক্ষা রাখে না যে, যেসব বস্তু পাপাচারের দিকে আহ্বান করে তার মধ্যে গান-বাদ্যই সেরা। এজন্যই একে ইবলিসের আওয়াজ বলে।

রাসূলুল্লাহ (সা:) বলেন, আমার উম্মতের মধ্যে এমন কিছু লোক সৃষ্টি হবে, যারা ব্যভিচার, রেশম, মদ ও বাদ্যযন্ত্রকে হালাল সাব্যস্ত করবে। (সহীহ বুখারী : ৫৫৯০)

সঙ্গীত আর বাদ্যযন্ত্র হলো নিফাক এর উৎস । যা ব্যভিচারের প্রেরণা দেয় । মস্তিষ্কের উপর আবরণ ফেলে দেয় যা আল্লাহর স্মরণ থেকে গাফেল করে দেয় । কুরআনের প্রতি অনিহা সৃষ্টি আর আখিরাতের চিন্তা নষ্ট করে দেয় ।

এতো গেল সংগীত নিয়ে এত বড় সর্তকতা । চলুন দেখি সামান্য বাশী, ঘন্টি এসব নিয়ে ইসলাম কি বলে ?

একবার চলার পথে আবদুল্লাহ ইবনে উমর রা. বাঁশির আওয়াজ শুনলেন। সঙ্গে সঙ্গে তিনি দুই কানে আঙ্গুল দিলেন। কিছু দূর গিয়ে তার সঙ্গীকে জিজ্ঞাসা করলেন, ‘হে নাফেএখনো কি আওয়াজ শুনছ? আমি বললাম হ্যাঁ। অতঃপর আমি যখন বললাম, এখন আর আওয়াজ শোনা যাচ্ছে না তখন তিনি কান থেকে আঙ্গুল সরালেন এবং বললেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলার পথে বাঁশির আওয়াজ শুনে এমনই করেছিলেন। (মুসনাদে আহমদ : ৪৫৩৫,আবু দাউদ : ৪৯২৪)

একদিন হযরত আয়েশা (রা:)এর নিকট নুপুর পরে কোনো বালিকা আসলে আয়েশা রা. বললেন, খবরদার তা কেটে না ফেলা পর্যন্ত আমার ঘরে প্রবেশ করবে না। অতঃপর তিনি বললেন, রাসূলুল্লাহ (সা:) বলেছেন, যে ঘরে ঘণ্টি থাকে সেই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। ( আবু দাউদ হাদীস : ৪২৩১)

রাসূলুল্লাহ (সা:) বলেন, ঘণ্টি , বাজা, ঘুঙুর হল শয়তানের বাদ্যযন্ত্র। (সহীহ মুসলিম হাদীস : ২১১৪)

একটা আশ্চর্যজনক তথ্য দিয়ে শেষ করছি ।

রাসূলুল্লাহ (সা:) বলেছেন, আমার উম্মতের কিছু লোক মদের নাম পরিবর্তন করে তা পান করবে। আর তাদের মাথার উপর বাদ্যযন্ত্র ও গায়িকা রমনীদের গান বাজতে থাকবে। আল্লাহ তাআলা তাদেরকে যমীনে ধ্বসিয়ে দিবেন। (ইবনে মাজাহ : ৪০২০)

মাথার উপর বাদ্যযন্ত্র আর গান ,যা আমাদের আজকের হেডফোন ! বলে গেছেন চৌদ্দশ বছর আগে আল্লাহর রাসূল (সা:) ।

Leave a Reply