You are currently viewing প্রিয়তমা,হুমাইরা<br>আপন হৃদয়কে সর্বদা আল্লাহর স্মরনে ব্যস্ত রেখো।

প্রিয়তমা,হুমাইরা
আপন হৃদয়কে সর্বদা আল্লাহর স্মরনে ব্যস্ত রেখো।

প্রিয়তমা,হুমাইরা
আপন হৃদয়কে সর্বদা আল্লাহর স্মরনে ব্যস্ত রেখো। আর আমার প্রতি তোমার মহব্বত যেন শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই হয়। ইনশাআল্লাহ তোমার মহব্বত তোমাকে দুনিয়া ও আখিরাতের কামিয়াবী দান করবে।

প্রিয়তমা,
নিজেকে স্বাধীন নারীদের মতো বানানোর চেষ্টা করো না। মনে রাখবে,

পানির উপরে ভাসমান কচুরিপানা নিজেকে স্বাধীন মনে করে ভেসে বেড়ায়। অথচ কচুরিপানার মুল্য খুবই কম।

অন্যদিকে মুক্তা নিজেকে পানির গভীরে ঝিনুকের মধ্যে আবদ্ধ করে রাখে। কত‌ই না মুল্যবান এই মুক্তা।

আমি পানির উপরে ভাসমান কচুরিপানা হাত দিয়ে পরিষ্কার করে, ডুব দিবো গভীর জলে।আর তুলে নিয়ে আসবো তোমাকে। তাই কচুরিপানা হ‌ওয়ার চেষ্টা করো না।

প্রিয়তমা,
অন্যদের সামনে তুমি দুপুরের উত্তপ্ত সূর্য হয়ে থেকো। যে তাপ থেকে মানুষ দুরে থাকতে চায়।
যে সূর্যের দিকে মানুষ তাকাতে চায় না।

আর আমার সামনে তুমি আকাশের চাঁদ হয়ে থেকো। যার দিকে অজস্র সময় তাকিয়ে থাকা যায়।

প্রিয়তমা,
নিজেকে হেফাজতে রাখবে তো.?
কখনো যদি শয়তান তোমাকে বিভ্রান্ত করতে চেষ্টা করে, তবে স্মরন করো তোমার রবকে ।
তিনি তোমাকে হেফাজত করবে ইনশাআল্লাহ্। এবং সেই সাথে আমার দোয়াও।

Leave a Reply