You are currently viewing আজ আমরা আল্লাহর উপর ভরসা করতে পারিনা!

আজ আমরা আল্লাহর উপর ভরসা করতে পারিনা!

আজ আমরা আল্লাহর উপর ভরসা করতে পারিনা!
.
শয়তান আমাদের ভয় দেখায় পরিপূর্ণ ইসলাম মানলে, দ্বীন পালন করলে, দাড়ি রাখলে ভালো জব পাওয়া যাবেনা।
.
বিয়ের জন্য পাত্রী মিলবে না!
দেশের অবস্থা বড়ই করুন পাজামা-পাঞ্জাবি,দাড়ি-টুপি পরিধান করে চললে কে জানে কখন জংগী বলে পুলিশ ধরে নিয়ে যাবে!
.
টাখনুর উপর প্যান্ট-পাজামা পড়লে লোকে ক্ষ্যাত বলবে!
পরিপূর্ণ পর্দা হিজাব-নিকাব করলে ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে!
হিজাব করে, শালীনভাবে চললে, ইসলাম মানলে জব পাবো না, ক্যারিয়ার নষ্ট হবে, বিয়ের জন্য ভালো পাত্র পাবে না!
.
এসব নিয়ে আমাদের সমাজ,পরিবার আজ আমাদের ভয় দেখায়!
.
হায়! আমাদের চিন্তা ভাবনা আজ এত এত সংকীর্ণ হয়ে গেছে মনে হচ্ছে আমাদের রিযিকের ফায়সালা মানুষের হাতে!
.
যারা রিযিক নিয়ে দুঃচিন্তা করেন শুনে রাখুন আপনার রিযিকের ফায়সালা দুনিয়ার জমিনে হয়না, রিযিকের ফায়সালা সাত আসমানের অধিপতির দরবারে হয় থাকে!
.
গভীর সমুদ্রের অতলে কোন এক পাথরের অভ্যন্তরের কীটের রিযিকের ফায়সালা ও আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা করে থাকেন আর আপনি সৃষ্টির সেরা, আশরাফুল মাখলুকাত হয়ে কি করে ভাবছেন-আপনার রিযিকের ব্যাপারে আল্লাহর কোন পরিকল্পনা নেই!
.
আজ আমাদের রবের উপর আমাদের আস্থা নেই!
.
আমরা আল্লাহর উপর তাওয়াককুল করতে পারিনা!
.
এক সময় পরিবার থেকে ভয় দেখাতো দাড়ি রাখলে, নিকাব করলে ভালো পাত্র/পাত্রী পাওয়া যাবেনা!
.
আলহামদুলিল্লাহ।
আল্লাহ আমাদের জাহিলিয়াতের সমাজ ব্যবস্থার মধ্যেও একটা প্রজন্ম মিলিয়ে দিলেন-যারা দাড়ি-টুপিওয়ালা, হিজাব-নিকাবী ছাড়া বিয়েই করবেনা!
.
সুবহানআল্লাহ!
এভাবেই আল্লাহ তার পরিকল্পনা বাস্তবায়ন করেন।
.
তারা পরিকল্পনা করে।
আর আমার আল্লাহ ও পরিকল্পনা করেন।
নিশ্চয় আল্লাহ শ্রেষ্ঠ পরিকল্পনাকারী!
.
আজ আমরা ভয় পাই!
.
আমরা আসলেই ভয় পাই?
কাকে ভয় পাই?
.
ভয় পাই ক্ষুধাকে।
.
ভয় পাই সমাজের মানুষকে, তাদের বাঁকা চোখের চাহনিকে!
.
ভয় পাই সমাজে মিথ্যে, মেকি ইমেজ হারানোকে!
.
ভয় পাই দুনিয়ার অত্যাচার,জুলুম আর জাহান্নামের থেকেও বেশি ভয় পাই দুনিয়ার জেলখানাকে!
.
আমরা রিযিকের জন্য রাযযাকের উপর ভরসা রাখিনা অথচ তাগুতকে ভয় করি!
.
অথচ আল্লাহ তো প্রতিশ্রুতিই দিয়েছেন; আল্লাহকে ভয় করলে অকল্পনীয় উৎস থেকে তিনি তার বান্দাকে রিযিক দিবেন।
অথচ তার বান্দা আজ মিথ্যে ইলাহকে ভয় করছে!
.
আল্লাহর পরিবর্তে এমন কারো সন্তুষ্টিকে প্রাধান্য দিচ্ছে যে না পারবে তার কোন ক্ষতি করতে।
আর না পারবে কোন উপকার করতে!
.
শুধুমাত্র হালাল ইনকামের উপর ভরসা করে এ যুগে চলা যায়না!
ইসলাম মানলে উপার্জন কমে যাবে! অধিক সন্তান নিলে খাওয়াতে পারবো না! মুখ দিয়েছেন যিনি আহার দিবেন তিনি এসব আজ আমাদের কাছে কুসংস্কার!
.
এই সমস্ত ভয় আমাদের ঘিরে ধরে। আল্লাহ থেকে আমরা আরো আরো দূরে সরে যাই।
সরতেই থাকি, সরতেই থাকি।
.
দিকে দিকে চিরশত্রু শাইতানের অট্টহাসি শোনা যায়।
আমরাই তাকে জিতিয়ে দিই।
.
অথচ আল্লাহ তো জানিয়ে দিয়েছেন-এই ভয়ের কথা, পরীক্ষার কথা!
আর সাথেই জানিয়ে দিয়েছেন, পরীক্ষার বিনিময়ে পুরষ্কারের কথাঃ-
‘আল্লাহর অনুগ্রহ’।
.
সুরা বাকারার ১৫৫-১৫৭ নং আয়াতে বলেছেনঃ
“আর নিশ্চয়ইই আমি ভয়, ক্ষুধা, প্রাণ ও সম্পদের ক্ষতির মাধ্যমে তোমাদের পরিক্ষা নিবো।
এ অবস্থায় যারা সবর করে তাদেরকে সুসংবাদ দিয়ে দাও।
তাদের রবের পক্ষ থেকে তাদের ওপর বিপুল অনুগ্রহ বর্ষিত হবে।”

Leave a Reply