You are currently viewing তোমাকে অভিনন্দন জানাই সর্বক্ষেত্রে জুলুমের শিকার হে প্রিয় মাজলুম ভাই।

তোমাকে অভিনন্দন জানাই সর্বক্ষেত্রে জুলুমের শিকার হে প্রিয় মাজলুম ভাই।

যোগ্যতার আলোকে মূল্যায়ন না হওয়াটা কষ্টের। তবে মাথা গরম করা হবে চরম বোকামির।উত্তম হচ্ছে সালাত এর মাধ্যমে ধৈর্য ধারণ করা।

জুলুম হতে মুক্ত হওয়ার জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা।এবং বর্তমান অবস্থা অনুযায়ী শুকরিয়া আদায় করা।এবং একথা অনুধাবন করা আমার চেয়েও অনেক মানুষ খারাপ অবস্থায় রয়েছে। সর্বোপরি আল্লাহর সিদ্ধান্তে আসা পর্যন্ত শবর হচ্ছে উত্তম ব্যবস্থা।

সান্ত্বনাঃ সান্তনা হচ্ছে এই,আল্লাহ জুলুমবাজ কে ঘৃণা করেন এবং মজলুমকে ভালোবাসেন।তার মানে আপনি আল্লাহর ভালোবাসার বান্দা। মনে রাখবেন জুলুমবাজ দুনিয়া আখিরাতে উভয় ক্ষেত্রেই লাঞ্চিত।জীবনে তারা কখনো সুখী হতে পারেনা।

বিপরীতে জুলুমের শিকার হওয়া ব্যক্তিটি আল্লাহর প্রিয় বান্দা। সেটা উভয় ক্ষেত্রেই দুনিয়া এবং আখিরাত।ইতিহাসের দৃষ্টান্ত মাজলুমরাই সর্বক্ষেত্রে সফল হয়েছে।জুলুমবাজরা নয়।

এটাই ইসলামের শিক্ষা। ইসলামী আন্দোলনের শিক্ষা।সুতরাং হে প্রিয় ভাই আপনিতো আনন্দিত হওয়ার কথা আপনার উপর কেউ জুলুম করেছে।

তোমাকে অভিনন্দন জানাই সর্বক্ষেত্রে জুলুমের শিকার হে প্রিয় মাজলুম ভাই।

সাইদুল ইসলাম সজীব
(২৫/১১/২০২১)

Leave a Reply